শেষ ভাষণে আবেগপ্রবণ ট্রাম্প, ‘সত্যি বলছি, আমি আবার আসব, I Miss You’

শেষ ভাষণে আবেগপ্রবণ ট্রাম্প, ‘সত্যি বলছি, আমি আবার আসব, I Miss You’

নয়াদিল্লি: তিনি এলেন, দেখলেন, আর ভারতের আতিথিয়তা বুকে নিয়ে দেশে ফিরলেন৷ ভারত সফরের শেষ লগ্নে নিজের আবেগ সামলাতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে ভারতের আতিথিয়তায় মুগ্ধ ট্রাম্প জানিয়ে দিলেন, তিনি মুগ্ধ৷ আবার আসবেন৷

দু’দিনের সফরে প্রথমবারের জন্য ভারতের পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ সঙ্গে রয়েছে তাঁর গোটা পরিবার৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আমন্ত্রণে নৈশভোজ ছিল সপরিবারে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ আজ এটাই ছিল তাঁর ভারত সফরের শেষ কর্মসূচি৷

আজ ডোনাল্ড ট্রাম্পের স্বাগত জানাতে সেজে ওঠে রাইসিনা হিল৷ আজ সন্ধ্যায় তিনি প্রথম রাষ্ট্রপতি ভবনে আসেন৷ সেখানে তাঁকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়৷ রাষ্ট্রপতি ভবন দেখে মুগ্ধ হয়ে যান ডোনাল্ড ট্রাম্প৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রপতি ভবনের স্থাপত্য ঘুরিয়ে দেখান৷ ভারতের আতিথিয়তা দেখে শেষ মুহূর্তে আবেগপ্রবণ হয়ে ওঠেন ট্রাম্প৷

শেষ ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একগুচ্ছ শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট৷ নৈশভোজের টেবিলে শেষ ভাষণে বলেন, ‘‘ভারত আমাদের প্রকৃত বন্ধু৷ এটাই আমার প্রথম ভারত সফর৷ আমি ভারতের আতিথিয়তায় মুগ্ধ৷ এত আপ্যায়ন আগে কোথাও পাইনি৷ আমি সত্যি বলছি, আমি আবার আসতে চাই৷ আমি আবার আসব৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *