যুদ্ধের রণকৌশন নির্ধারণে প্রধানমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠক!

নয়াদিল্লি: সীমা ছাড়িয়েছে পাকিস্তান৷ সাউথব্লকে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক চলছে৷ তিন সেনা প্রধান-সহ বৈঠকে রয়েছেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তী পরিস্থিতি মোকাবিলা ও পাকিস্তানকে ফের একবার যোগ্য জবাব দিতে এই বৈঠক বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷ এর আগেও সার্জিক্যাল স্ট্রাইকের রণকৌশল নির্ধারণে একইভাবে সাউথব্লকে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক বসে৷

যুদ্ধের রণকৌশন নির্ধারণে প্রধানমন্ত্রীর বাড়িতে জরুরি বৈঠক!

নয়াদিল্লি: সীমা ছাড়িয়েছে পাকিস্তান৷ সাউথব্লকে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক চলছে৷ তিন সেনা প্রধান-সহ বৈঠকে রয়েছেন নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তী পরিস্থিতি মোকাবিলা ও পাকিস্তানকে ফের একবার যোগ্য জবাব দিতে এই বৈঠক বলে সংবাদ সংস্থা সূত্রে খবর৷

এর আগেও সার্জিক্যাল স্ট্রাইকের রণকৌশল নির্ধারণে একইভাবে সাউথব্লকে প্রধানমন্ত্রীর বাসভবনে জরুরি বৈঠক বসে৷ বৈঠকে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী৷ অভিযোগ,সার্জিক্যাল স্ট্রাইকের পর পাক আগ্রাসন রুখতে ও বিশ্বের দরবারে পাকিস্তানকে কোণঠাসা করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে৷

অন্যদিকে, সার্জিক্যাল স্ট্রাইকের পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে৷ যাত্রী বিমান ওঠা-নামার উপরও জারি হয়েছে বিধিনিষেধ৷ লেহ, জম্মু, শ্রীনগর ও পঠনকোটে চূড়ান্ত সতর্কতার জারি হয়েছে৷ নিরাপত্তার কারণে বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে৷ সীমান্তে যুদ্ধের জন্য তিন বাহিনীকে প্রস্তুত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে৷

ইতিমধ্যেই সেনাকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ শোনা যাচ্ছে হামলার পরই পাকিস্তানের দিক লক্ষ্য করে মিসাইল প্রস্তুত রেখেছে ভারতীয় সেনা। আম্বালা, পাঠানকোট, হালওয়ারা বিমানঘাঁটিতে মিরাজ-২০০০, মিগ ২৯ এবং সুখোই ৩০-কে তৈরি রাখা হয়েছে। এছাড়া সমস্ত বায়ুসেনাঘাঁটিকে মিসাইল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন বায়ুসেনা প্রধান। ভারতীয় সেনা ও বায়ুসেনার ড্রোন নজরদারির জন্য আরও বেশি ড্রোন বাড়ানো হয়েছে নিয়ন্ত্রণরেখায়। নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *