জঙ্গল থেকে বেরিয়ে বাইকে রাখা হেলমেট খেল হাতি

জঙ্গল থেকে বেরিয়ে বাইকে রাখা হেলমেট খেল হাতি

গুয়াহাটি: জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় এসেই একটি বাইকের ওপর নজর পড়ে একটি হাতির৷ বাইকের কাছে গিয়ে হেলমেটটি শুঁড়ে তুলে পরীক্ষা করতে লেগে যায় এবং পরীক্ষা করে সোজা মুখে পুরে নিয়ে যায়৷ আসলে ওই হেলমেটটির দিকেই নজর পড়ে৷ কারণ ওটাকে কোনও খাবার বস্তু মনে হয়েছিল তার৷ এই মজার ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার অসমের সাতগাঁও এলাকায়। এই এলাকার পাশেই রয়েছে অ্যামচাং জঙ্গল৷

এই মজার ভিডিওটি টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন রাহুল কর্মকার নামে এক ব্যক্তি৷ ভিডিওয় দেখা যাচ্ছে, ওই দিন অসমের রাজধানী গুয়াহাটির নারেঙ্গি সেনাক্যাম্পে রাস্তার একধারে একটি বাইক রাখা ছিল৷ সঙ্গে ছিল কালো রঙের একটি হেলমেট। ওই সময় একটি হাতি ওই পথ দিয়ে যাওয়ার সময় বাইকটি দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। তবে বাইক নয়, হাতির আগ্রহ ছিল হেলমেটটি নিয়ে। শুরুতে হাতিটি বাইকের কাছে এসে সেখানে থাকা হেলমেটটি শুঁড়ে তুলে গন্ধ শোকে এবং কিছুক্ষণ ভালো করে লক্ষ্য করে৷ এরপর কয়েক সেকেন্ড পরই সেটিকে শুঁড়ে তুলে মুখে পুরে নেয়। হেলমেটটি গিলে ফেলার পর সে খুব স্বাভাবিক ভাবেই ফের আপনমনে পথ চলতে শুরু করে।

দূরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি ভিডিও করেন বাইকের মালিক। ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, ‘আরে, আমার হেলমেটটা নিয়ে গেল হাতি।’ হাতির উদ্দেশে হাসতে হাসতে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘আমার হেলমেট রেখে যাও। না হলে আমি ফিরব কী করে?’ যদিও হাতিটি তাঁর সেই কথা শোনেনি। ১০ জুন ভিডিওটি শেয়ার করার পর থেকে ভাইরাল হয়ে যায়৷ ৩,৮০০ জন এই ভিডিওটি দেখেছেন এবং কমেন্টে ভরে গিয়েছে৷ অনেকেই হাতির স্বাস্থ্য নিয়ে নিজেদের উদ্বেগের কথা লিখেছেন। তাঁদের আশঙ্কা, ধাতব হেলমেট পেটে চলে গেলে হাতিটির শারীরিক অবস্থা খারাপ হতে পারে। তবে সকলকেই উদ্বিগ্ন হতে না করেছেন গুয়াহাটি ওয়াইল্ডলাইফ ডিভিশনের ডিএফও জয়ন্ত ডেকা। তিনি জানান, হেলমেটটির প্রতি অল্প সময়েই আগ্রহ হারিয়ে ফেলে ওই হাতিটি। কিছু দূর গিয়েই সেটি মুখ থেকে ফেলে দেয় সে। যদিও ছুড়ে ফেলার আগে হেলমেটটি চিবিয়ে স্বাদ পরীক্ষার চেষ্টা করে হাতিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *