বারাণসী: বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চলেছে বলে একাধিক সংবাদমাধ্যম ইঙ্গিত দিয়েছে। কিন্তু সংবাদমাধ্যমের এই এক্সিট পোল মানতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কেন্দ্র বারাণসীর জ্যোতিষীরা।
বর্তমানে পৃথিবীতে শনি, রাহু এবং বৃহস্পতির অবস্থানের কারণে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারবে না বলে মনে করছেন তাঁরা। তবে বিজেপি একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জ্যোতিষীরা। পণ্ডিত ঋষি দ্বিবেদী বলেন, ওই তিন গ্রহের অবস্থানের কারণে গণতন্ত্রে অস্থিরতা তৈরি হবে। ফলে কোনও সরকারই পাঁচ বছর ক্ষমতায় টিকতে পারবে না।
একইসঙ্গে তাঁর ভবিষ্যতবাণী এবারের নির্বাচনে এনডিএ ২২০-২৪০টি এবং ইউপিএ ১১০-১৪০টি আসন পেতে পারে। শুধু তাই নয়, সমাজবাদী পার্টি (এসপি) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি) সরকার গঠনের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছে। জ্যোতিষী পণ্ডিত দীপক মালব্য বলেন, নতুন সরকার গঠনের ক্ষেত্রে নানারকম সমস্যা তৈরি হবে। নরেন্দ্র মোদির ব্যক্তিগত ভাগ্যও তেমনি ইঙ্গিত করছে।