তৃণমূল আদৌ স্বস্তিতে কি? গোয়ায় খাতায়-কলমে এগিয়ে ‘জোট’

তৃণমূল আদৌ স্বস্তিতে কি? গোয়ায় খাতায়-কলমে এগিয়ে ‘জোট’

পানাজি: বুথফেরত সমীক্ষার আভাস, ত্রিশঙ্কু হতে চলেছে গোয়া বিধানসভা। এই প্রেক্ষিতে সকাল থেকেই গোয়া নিয়ে আলাদা উন্মাদনা রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল যে, সেখানে ৪-৫ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু বেলা বাড়তেই বিষয়টি স্পষ্ট হল যে, প্রত্যক্ষভাবে তৃণমূল নয়, আদতে এগিয়ে ‘জোট’ গোমন্তক পার্টি যা আগে বিজেপি শরিক ছিল! তাহলে কি তৃণমূল আদৌ এগিয়ে গোয়ায়? প্রশ্ন।

আরও পড়ুন- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে ধাক্কা শেয়ার বাজারে, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স

তথ্য বলছে, আপাতত গোয়াতে আসন সংখ্যায় এগিয়ে রয়েছে বিজেপি। তারপরেই রয়েছে কংগ্রেস। পাশাপাশি ৪ আসনে এগিয়ে তৃণমূলের জোট সঙ্গী গোমন্তক পার্টি। খাতায়-কলমে একটিও আসনে এগোতে পারেনি বাংলার শাসক দল। জোট সঙ্গী এগোনোয় একটা আশার বার্তা পাচ্ছে তারা ঠিকই, কিন্তু সেটা আদতে কতটা কাজে দেবে ভবিষ্যতে তা বলা মুশকিল। প্রায় ৩ মাস ধরে গোয়ার সংগঠন নিয়ে কাজ করছে তৃণমূল কংগ্রেস। বারংবার গোয়া গিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। একাধিক কর্মসূচি পালন করা হয়েছে, অনেক জনপ্রিয় মুখ নাম লিখিয়েছে তৃণমূলে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন যে, গোয়ায় জেতা বড় কথা নয়, অতি কম সময়ে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়াই আসল ব্যাপার। এক্ষেত্রে তারা কতটা মানুষের কাছে পৌঁছল তা সময় বলবে।

বাংলার বিধানসভা নির্বাচনে জেতার পর বিজেপি শাসিত একাধিক রাজ্যে পা দিয়েছে তৃণমূল কংগ্রেস। যার মধ্যে অন্যতম গোয়া। সেখানে এবার ভোটে লড়াই করেছে তারা, আজ তার ফল। গোয়া জেতার লক্ষ্য তো ছিলই, কিন্তু সেই লক্ষ্য যে একবারে পার করা সম্ভব না তা প্রায় স্পষ্ট। কিন্তু নতুন অধ্যায়ের সূচনা তো হতেই পারে। সেই দিকেই কি এগোচ্ছে বাংলার শাসক দল? তর্ক হতেই পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *