মুজফ্ফরপুর: নির্বাচন চলাকালীন ৬টি ইভিএম হোটেলের ভিতরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে ওই আধিকারিককে কারণ দর্শানোর নোটিস ধরিয়েছে নির্বাচন কমিশন। পঞ্চম দফা নির্বাচনের দিন ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুর লোকসভা কেন্দ্র এলাকায়।
এই অভিযোগ প্রকাশ্যে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও জেলা প্রশাসনের দাবি, এই ইভিএমগুলির মধ্যে কোনওটিই ভোটের কাজে ব্যবহার করা হয়নি। কিন্তু বিরোধী দলের অভিযোগ, এই ভাবেই স্থানীয় প্রশাসনকে কাজে লাগিয়ে এনডিএ জোট ভোটে কারচুপি করার চেষ্টা করছে।
সোমবার সেক্টর ম্যাজিস্ট্রেট অবধেশ কুমার ইভিএম নিয়ে একটি হোটেলের ভিতর ঢোকেন। বিষয়টি নজরে আসতেই সরব হন একাধিক রাজনৈতিক দলের নেতৃত্ব। লোকসভা কেন্দ্র এলাকার বিভিন্ন জায়গায় তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিকে, এই ইভিএমগুলি দিয়ে ভোটে কারচুপির অভিযোগ খারিজ করে দিয়েছেন অবধেশ কুমার।