নিউ নর্মালে বিহার নির্বাচন, ৩ দফায় ভোটের দিন ঘোষণা কমিশনের

নিউ নর্মালে বিহার নির্বাচন, ৩ দফায় ভোটের দিন ঘোষণা কমিশনের

নয়াদিল্লি: করোনা আতঙ্কে জেরবার গোটা বিশ্ব৷ ব্যতিক্রম নয় ভারত৷ দৈনিক সংক্রমণের নিরিখে লাগাতার ৫০ দিন বিশ্ব শীর্ষস্থান দখল করে রেখেছে ভারত৷ তবে করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠলেও নিউ নর্মালে বিহার ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন৷ আজ সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়৷ করোনা বিধি মাথায় রেখে কীভাবে হবে নির্বাচন, তার গাইলনও প্রকাশ করেছে কমিশন৷

 

বিহার বিধানসভার মেয়াদ শেষ হবে ২২ নভেম্বর৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, পিপিই কিট, গ্লোভস বিলি করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা৷ ভোটারদের স্বাস্থ্য ও সুরক্ষা কথা মাথায় রেখে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি৷ কোভিড রোগীদের জন্য পৃথক ভোটদান কেন্দ্র করা হবে বলেও জানানো হয়েছে৷ করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট দেওয়ার সময় ১ ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়েছে৷ সকাল ৭টা থেকে ৬টা পর্যন্ত ভোটদান চলতে পারে৷ আগে বিকেল ৫টা পর্যন্ত ভোটদান চলত৷ তবে, তা মাও অধ্যুষিত এলাকার জন্য কার্যকর হবে না বলেও জানিয়েছেন তিনি৷

এবারের বিহার বিধানসভা নির্বাচনে বেশ কিছু করোনা সতর্কতা জারি করা হয়েছে৷ স্বাস্থ্যবিধি মেনে ভোট পরিচালোনার জন্য ৭ লক্ষ হ্যান্ড স্যানিটাইজার, ৬ লক্ষ্য পিপিই কিট, ৬.৭ ইউনিট ফেস শিল্ড, ২৩ লক্ষ হ্যান্ড গ্লাভস, ভোটারদের জন্য ৭.২ কোটি হ্যান্ড গ্লাভস ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশনার৷ কোয়ারান্টিনে থাকা ভোটাররা স্বাস্থ্যকর্মীদের নজরদারিতে শেষদিনে ভোট দিতে পারবেন৷ এদিন নির্বাচন কমিশনার জানান, মোট তিন দফায় হবে নির্বাচন৷ ২৪৩ আসনে মোট ৩ দফায় ভোট হবে৷ প্রথম দফায় ৭১টি আসনে ভোট হবে৷ দ্বিতীয় দফায় ৯৪টি আসন ও শেষ দফায় ৭৮টি আসনে ভোট হবে৷ ২৮ অক্টোবর হবে প্রথম দফার নির্বাচন৷ দ্বিতীয় দফায় ৩ নভেম্বর ভোট হবে৷ শেষ দফার ভোট হবে ৭ নভেম্বর৷ ১০ নভেম্বর বিহার নির্বাচনের ফল ঘোষণা৷ ওই দিন নীতীশ কুমারের ভাগ্যনির্ধারণ করবেন বিহারের জনতা৷

এবারের বিহার বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বেই জেডিইউ, এলজেপি ও বিজেপি জোট বেঁধে লড়বে৷ বিহার বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনায় ইতিমধ্যেই একথা বৈঠকে স্পষ্ট জানিয়েছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা৷ এনডিএতে থাকা অবস্থাতেও ঝাড়খণ্ড ভোটে আলাদা ভাবেই লড়েছিল এলজেপি৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমারের সঙ্গে লোকজনশক্তি দলের নেতা চিরাগ পাসোয়ানের টুইটারে মতবিরোধ দেখা যায়৷ এরপরেই আসন্ন নির্বাচনে এই তিন দল জোট বেঁধে লড়বে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় রাজনৈতিক মহলে৷ রবিবার ভার্চুয়াল বৈঠকে জেপি নাড্ডার বক্তব্য থেকে স্পষ্ট হয়ে গিয়েছে, বিহার ভোটে জোট বাঁধতে চলেছে বিজেপি, জেডিইউ ও এলজেপি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + one =