করোনা-কালে ভোটের নতুন নিয়ম, নয়া গাইডলাইন নির্বাচন কমিশনের

করোনা-কালে ভোটের নতুন নিয়ম, নয়া গাইডলাইন নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: গোটা বিশ্বজুড়ে চলছে করোনা মহামারী৷ লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ গোটা বিশ্ব যখন করোনা মহামারীর আতঙ্কে জেরবার, ঠিক তখনই নির্বাচনের ঢাক বাজানোর প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন৷ করোনা-কালে কীভাবে ভোট হবে নির্বাচন-প্রচার? নতুন নির্দেশিকা জারি করেছে বিস্তারিত জানিয়েছে কমিশন৷

চলতি বছরের শেষে রয়েছে বিহার নির্বাচন৷ তারপর পালা বাংলার৷ এরমধ্যে বেশ কিছু উপনির্বাচন রয়েছে৷ কিন্তু করোনা পরিস্থিতি সবকিছু এলোমেলো করে দিয়েছে৷ করোনা কবে নির্মূল হবে তা নিয়ে এখনও কোনও দিশা দেখা না গেলেও ভোটের প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন৷ করোনা আবহের মধ্যে নির্বাচন কীভাবে হবে, সেই নিয়ে জারি হয়েছে গুচ্ছ নির্দেশিকা৷

ভোটের বিধি বদল করে কমিশনের তরফে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, বুথে ঢোকার আগে ভোটারদের দেওয়া হবে গ্লাভস৷  গ্লাভস পরে নথিতে সই করবেন ভোটাররা৷ গ্লাভস পরে টিপতে হবে ইভিএমের বোতাম৷ করোনা আক্রান্ত ও কোয়ারেন্টিন থাকা ব্যক্তিদের পোস্টাল ব্যালট দেওয়া হবে৷

এই সঙ্গে এই প্রথম অনলাইনে মনোনয়ন দাখিল করার সুযোগ পাবেন প্রার্থীরা৷ ফলে মনোনয়ন জমাকে কেন্দ্র করে অশান্তি-বিশৃঙ্খলা এবার কিছুটা হলেও এড়ানো যাবে বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ অনলাইনে সিকিউরিটি ডিপোজিটের হলফনামা জমা দেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে প্রার্থীদের৷ বাড়িতে বাড়িতে গিয়ে কীভাবে প্রচার হবে, তারও নির্দেশিকাও জারি করেছে কমিশন৷

জানানো হয়েছে, বাড়ি বাড়ি প্রচারে সর্বোচ্চ জমায়েত হতে পারে ৫ জন৷ তার বেশি করা যাবে না৷ করোনা বিধি মাথায় রেখে সভা এবং মিছিল করতে হবে প্রার্থীদের৷ করোনা পরিস্থিতির মধ্যেও রোড শো করার বিষয়ে অনুমতি দিয়েছে কমিশন৷ তবে করোনা বিধি মাথায় রাখতে হবে৷ সঙ্গে প্রচার প্রার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কমিশন৷ স্যানিটাইজার, গ্লাভস, দূরত্ব বজায় রেখে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়ে ছাড়পত্র দিয়েছে নির্বাচন কমিশন৷

ভোটারদের বুথের যাওয়া থেকে শুরু করে মনোনয়ন পত্র দাখিল সমস্ত বিষয় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও নয়া এই ব্যবস্থা আদৌ কতটা কার্যকর হবে, তা নিয়ে থাকছে প্রশ্ন৷ বিপুল সংখ্যক ভোটারের হাতে গ্লাভস পরিয়ে ভোটের কেন্দ্রে পৌঁছানোর বন্দোবস্ত আজও বাস্তবায়িত করা যাবে কি না তা নিয়েও থাকছে বড়সড় প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 14 =