ফের ভোট ভূস্বর্গে! জম্মু-কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা ভোটের দিন ঘোষণা, গণনা ৪ অক্টোবর

কলকাতা: লোকসভা ভোটপর্ব মিটেছে মাস তিনেক আগে৷ এবার দু’রাজ্যে বাজল বিধানসভা ভোটের দামামা। ২০১৪ সালের পরে ফের বিধানসভা ভোট হবে জম্মু ও কাশ্মীরে। ভোট রয়েছে…

Jammu Kashmir Assembly Elections

কলকাতা: লোকসভা ভোটপর্ব মিটেছে মাস তিনেক আগে৷ এবার দু’রাজ্যে বাজল বিধানসভা ভোটের দামামা। ২০১৪ সালের পরে ফের বিধানসভা ভোট হবে জম্মু ও কাশ্মীরে। ভোট রয়েছে হরিয়ানাতেও। শুক্রবার দুই বিধানসভার ভোটের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন৷

শুক্রবার সাংবাদিক বৈঠকে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, জম্মু ও কাশ্মীরে তিন দফায় বিধানসভা ভোট হবে৷ হরিয়ানা বিধানসভায় ভোট হবে এক দফায়। দুটি বিধানসভাতেই রয়েছে ৯০টি করে আসন৷ দশ বছর পর ফের ভূস্বর্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে মানুষ৷ ভোট হবে ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর৷ এদিকে, হরিয়ানায় ভোট রয়েছে ১ অক্টোবর। তবে দুই বিধানসভায় ভোট গণনা হবে একই দিন, ৪ অক্টোবর।