‘রাবড়ি’ই মোক্ষম দাওয়াই! দ্বাদশ ও স্নাতক পাশ পড়ুয়াদের জন্য বড় অঙ্কের ভাতা ঘোষণা শিন্ডে সরকারের

মুম্বই: ভোট বড় বালাই৷ ক্ষমতা দখলের লড়াইয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে থাকে রজনৈতিক দলগুলি৷ তার মধ্যে বিভিন্ন রকম আর্থিক অনুদান ও ভাতা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য৷…

মুম্বই: ভোট বড় বালাই৷ ক্ষমতা দখলের লড়াইয়ে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে থাকে রজনৈতিক দলগুলি৷ তার মধ্যে বিভিন্ন রকম আর্থিক অনুদান ও ভাতা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য৷ এই ধরনের আর্থিক ঘোষণাকে ‘রাবড়ি’ বলে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মোদী বলেছিলেন, এগুলি আসলে ভোটারদের প্রলুব্ধ করে ভোট কেনার চেষ্টা। অথচ বুধবার মহারাষ্ট্রে একনাথ শিন্ডে সরকার যে ঘোষণা করল, তা থেকে এটা স্পষ্ট যে এই ‘রাবড়িই’ এখন মোক্ষলাভের মোক্ষম পথ।

মহারাষ্ট্রে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি, শিবসেনা ও এনসিপি-র জোট সরকার৷  এদিন একনাথ শিন্ডে সরকার ঘোষণা করে, দ্বাদশ শ্রেণি পাশ করলেই সরকার ছাত্রছাত্রীদের ৬ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। ডিপ্লোমার ছাত্রছাত্রীরা পাবেন ৮ হাজার টাকা৷ আর স্নাতক পাশ করা ছাত্রছাত্রীরা মাসে ১০ হাজার টাকা করে ৬ মাস ভাতা পাবেন। অর্থাৎ তাঁদের পকেটে যাবে ৬০ হাজার টাকা৷