অ্যাকটিভ কেসে অস্টম, সংক্রমে ১৩ তম স্থানে ভারত

অ্যাকটিভ কেসে অস্টম, সংক্রমে ১৩ তম স্থানে ভারত

0f7082fd4ed440a3b907e69dae1710f4

নয়াদিল্লি : বিশ্বে করোনায় ৪০ লক্ষের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ২৮ লক্ষের বেশি মানুষ করোনায় মারা গিয়েছেন। তবে সেরে উঠেছেন ১৫ লক্ষের বেশি মানুষ সেরে উঠেছেন। বিশ্বে অ্যাকটিভ কেস মানে যাঁর এখনও অসুস্থ রয়েছেন। ওয়ালর্ল্ড মিটারের হিসেবে, বিশ্বে ১০ লক্ষের বেশি অ্যাকটিভ কেস রয়েছে। অ্যাকটিভ কেসের দিক থেকে বিশ্বে অস্টম স্থান রয়েছে ভারত।

অন্যান্য দেশের তুলনায় ভারতের করোনা গ্রাফ কিছুটা চ্যাপ্টা। তবে ভারতে ধীরে ধীরে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গিয়েছে। ভারতে করোনায় মৃতের সংখ্যা ২,২৯৩। ভারতে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪০,০০৮। অ্যাকটিভ কেসের সংখ্যা বিচার করলে সবার প্রথমে রয়েছে আমেরিকা। সংক্রমণের তালিকাতেও রয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, ব্রিটেন, ব্রাজিল, চিন, কানাডা, ইরান ও জার্মানি। সংক্রমণের হিসেবে ভারত ১৩ নম্বর স্থানে রয়েছে।

জার্মানি, ইরান ও কানাডাতে সংক্রমণের সংখ্যা ভারতের থেকে বেশি হলেও অ্যাকটিভ কেসের সংখ্যা ভারতের থেকে কম। ইরানে করোনার প্রকোপ ভারতের থেকে অনেক আগে দেখা দিলেও পরিস্থিতি এখন কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে। জর্মানিতে অ্যাক্টিভ কেস ১৯, ২৯৯। মৃত ৭,৬০০। কানাডায় অ্যাকটিভ কেস ৩৬০০০। এর মানে দ্রুত করোনা থেকে সুস্থ হয়ে উঠছে মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *