নয়াদিল্লি: কৃষি বিলের বিরোধিতা করতে গিয়ে করোনা আবহে বেনজির ঘটনার সাক্ষী থেকেছে সংসদ৷ করোনা বিধি উড়িয়ে ওয়েলে নেমে বিক্ষভ, ডেপুটি-চেয়ারম্যানকে লক্ষ্য করে রুলবুক ছোড়া, হেনস্থার ঘটনায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ন, দোলা সেন-সহ ৮ সাংসদকে বহিস্কার করার ঘোষণা করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ আগামী এক সপ্তাহের জন্য এই ৮ সাংসদ সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন না৷ আজ এই ঘোষণার পর ডেরেককে অধিবেশন ছেড়ে চলে যেতে নির্দেশ দেন বেঙ্কাইয়া নাইডু৷
আজ রাজ্যসভার অধিবেশন শুরুতেই ডেপুটি-চেয়ারম্যানের উপর সাংসদের হেনস্থার নিন্দা জানান উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ বিলের বিরোধিতা করতে গিয়ে তৃণমূল সাংসদ সহ অন্য সাংসদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ রাজ্যসভায় হাঙ্গামার জন্য ২ তৃণমূল সাংসদ ৮ সাংসদকে এক সপ্তাহের জন্য সাসপেন্ড করার ঘোষণা করেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু৷ ডেরেককে কক্ষ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন তিনি৷ এরপর সাংসদের চিৎকারে ফের পণ্ড হয় অধিবেশন৷ আজ দু’ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি রাখার ঘোষণা করেন রাজ্যসভার চেয়ারম্যান৷ এক সপ্তাহের জন্য বহিস্কার হওয়া সাংসদের মধ্যে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সঞ্জয় সিং, রাজু সাতাব, কে কে রাগেশ, রিপুন বোরা, সইদ নাজির হুসেন এবং এলামারান করিম৷
কৃষি বিলের প্রতিবাদে সংসদ অধিবেশনের মাঝে ওয়েলে নেমে বিরোধী সাংসদদের হট্টগোল, ডেপুটি চেয়ারম্যানের সামনে পৌঁছে রুল ছোড়ার ঘটনায় রবিবার রাতেই সাংবাদিক বৈঠক কর প্রতিক্রিয়া দেন রাজনাথ৷ জানান, রাজ্যসভায় যা হয়েছে খুবই দুঃখজনক৷ তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েনের আচরণের তীব্র সমালোচনা করেন রাজনাথ৷ জানান, ওয়েলে নেমে রাজ্য সভার ডেপুটি চেয়ারম্যানের সামনে পৌঁছে রুলবুক ছোড়া অত্যন্ত নিন্দনীয়৷
করোনা আবহে স্বাস্থ্য মন্ত্রকের কড়া বিধিনিষেধ অনুসরণ করে এবছর শুরু হয়েছে বাদল অধিবেশন৷ কেন্দ্রের কৃষি বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার অভিযোগ ওঠে বিরোধী সাংসদের বিরুদ্ধে৷ বিরোধী সাংসদের প্রতিবাদের জেরে সংসদীয় অধিবেশনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, রবিবার৷ ওয়েলে মেনে হট্টগোলের পাশাপাশি ডেপুটি চেয়ারম্যান হরিবংশের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশে করা হয়৷