এক পাতে খাবার খেয়ে খুশির ইদ ভারতীয় সেনার, সম্প্রীতি ত্রাণ শিবিরেও

লখনউ: উৎসর্গের উৎসব ইদুজ্জোহা৷ ইদুজ্জোহাকে কোরবানিও বলা হয়৷ আরবি কুরব শব্দ থেকে এসেছে কোরবানি৷ যাকে বাংলা করলে দাঁড়ায় নৈকট্য৷ প্রতি বছর আরবি জিলহজ মাসের দশ তারিখে কোরবানি উৎসব পালিত হয়৷ বাঙালির দুর্গোৎসবের মতোই এই ইদুজ্জোহা উৎসবের আনান্দ কোনও অংশেই কম নয়৷ মিলনের উৎসব ইদুজ্জোহা সম্প্রীতির উৎসব ইদুজ্জোহা৷ আজ বাংলা-সহ গোটা দেশজুড়ে পালিত হল ইদুজ্জোহা উৎসব৷

এক পাতে খাবার খেয়ে খুশির ইদ ভারতীয় সেনার, সম্প্রীতি ত্রাণ শিবিরেও

লখনউ: উৎসর্গের উৎসব ইদুজ্জোহা৷ ইদুজ্জোহাকে কোরবানিও বলা হয়৷ আরবি কুরব শব্দ থেকে এসেছে কোরবানি৷ যাকে বাংলা করলে দাঁড়ায় নৈকট্য৷ প্রতি বছর আরবি জিলহজ মাসের দশ তারিখে কোরবানি উৎসব পালিত হয়৷ বাঙালির দুর্গোৎসবের মতোই এই ইদুজ্জোহা উৎসবের আনান্দ কোনও অংশেই কম নয়৷ মিলনের উৎসব ইদুজ্জোহা সম্প্রীতির উৎসব ইদুজ্জোহা৷ আজ বাংলা-সহ গোটা দেশজুড়ে পালিত হল ইদুজ্জোহা উৎসব৷ এক পাতে খাবার পেয়ে নজির গড়ল ভারতীয় সেনা জওয়ানরাও৷

আজ গোটা বাংলার সঙ্গে থমথমে কাশ্মীরে কড়া নিরাপত্তার মধ্যেই পালিত হল ইদ৷ হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও শ্রীনগরে বেশিরভাগ মসজিদে চলল ইদের নমাজ৷ অন্যদিকে, আজ কর্ণাটকে নজির গড়ল ভারতীয় সেনা৷ নমাজের পর কর্ণাটকের রায়বাগের বন্যাদুর্গত স্থানীদের সঙ্গে বসেই খাবার খেলেন বেশ কয়েকজন জওয়ান৷ ত্রাণ শিবিরের মধ্যেই চলল খুশির ইদ উদযাপন৷

অন্যদিকে, গোটা বাংলাজুড়ে পালিত হয়েছে কুরবানির ইদ৷ বাংলার ২৩ জেলায় এই উৎসবে সামিল হয়েছেন ধর্মপ্রাণ বহু মানুষ৷ ফুরফুরা শরিফ থেকে শুরু করে অন্যান্য জেলার বিভিন্ন মসজিদ-ইদগায় নমাজপাঠ করেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ৷ নতুন পোশাকে উৎসবে সামিল কঁচিকাঁচারাও৷ চলছে শুভেচ্ছা বিনিময়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *