সিবিএসসি পড়ুয়াদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা শিক্ষামন্ত্রীর!

সিবিএসসি পড়ুয়াদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথা শিক্ষামন্ত্রীর!

নয়াদিল্লি: সিবিএসসির দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সঙ্গে সরাসরি কথা বলার কথা বললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী৷ শুক্রবার সকালে নিজের টুইটারে অ্যাকাউন্টে এই কথা উল্লেখ করে একটি পোস্ট করেন রমেশ পোখরিয়াল৷ 

করোনা নামক অতিমারির জেরে সিবিএসসি বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিল হয়ে যায়৷ এই কথোকথনের মূল বিষয় ছিল, সিবিএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের আশঙ্কা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া৷ শুক্রবার বিকেল ৪টের সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পড়ুয়াদের সঙ্গে কথা বলার উল্লেখ করে তিনি একটি পোস্ট করেন। এদিন টুইটারে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী লেখেন, ‘আমি পড়ুয়াদের সঙ্গে কথা বলব সোশ্যাল মিডিয়াযর মাধ্যমে৷ সিবিএসসি বোর্ডের পরীক্ষা নিয়ে পড়ুয়াদের আশঙ্কা ও যা প্রশ্ন রয়েছে, সে ব্যাপারে আলোচনা করব৷’ তিনি আরও বলেন, ‘কীভাবে পরীক্ষার মূল্যায়ণ করা হবে তা নিয়ে তাদেরও যদি কোনও পরামর্শ দেওয়ার থাকে, তাহলে তারা সেটা টুইটার বা ফেসবুকে লিখে আমার সঙ্গে শেয়ার করতে পারে ২৫ জুন বিকেলে।’ 

ইতিমধ্যেই বহু পরীক্ষার্থী শিক্ষামন্ত্রীর কাছে জানতে চেয়েছেন স্থগিত রাখা জি মেইন পরীক্ষা, মেডিক্যাল এন্ট্রাস টেস্ট, নিট এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা কবে হবে৷  কেন্দ্রীয় মন্ত্রীর ভিডিওটি টুইটার এবং ফেসবুকে দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে সেই প্রক্রিয়াও প্রকাশ করার চেষ্টা করা হচ্ছে৷ সুপ্রিম কোর্টে সিবিএসই বোর্ড জানিয়েছিল যে, নবম, দশম ও একাদশ শ্রেণির ফলাফলের ভিত্তিতে দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ করতে চাইছে তারা। দশম শ্রেণির ৩০ শতাংশ, একাদশ শ্রেণির ৩০ শতাংশ  আর বাকি ৪০ শতাংশ দ্বাদশ শ্রেণির নম্বর নিয়ে ১২ ক্লাসের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে ইউনিট টেস্ট, প্র্যাকটিকাল পরীক্ষার ফলও দেখা হবে বলে সুপ্রিম কোর্টে জানায় সিবিএসসি বোর্ড কর্তৃপক্ষ। ৩১ জুলাইয়ের মধ্যে দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ করার কথা বোর্ডের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − ten =