নয়াদিল্লি: চোখ রাঙাচ্ছে করোনা৷ জেরবার গোটা বিশ্ব৷ প্রভাব পড়েছে ভারতে৷ করোনা মহামারী রুখতে ইতিমধ্যেই ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ১৪ এপ্রিল সেই লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা৷ কিন্তু নির্ধারিত সময়ে লকডাউন কি উঠবে? উঠলেও কি থাকবে নিষেধাজ্ঞা? কোনও কোনও ক্ষেত্রে থাকতে পারে নিষেধাজ্ঞা? উঠে আসছে বেশ কিছু সম্ভাবনা৷
লকডাউন কীভাবে তোলা হবে, তা নিয়ে পর্যালোচনা বৈঠকে বসতে চলেছে কেন্দ্রের মন্ত্রিগোষ্ঠী৷ লকডাউনের মেয়াদ শেষ হওয়ার আগেই তারা গোটা দেশজুড়ে করোনা পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন কেন্দ্র৷ তবে আগামী ১৪ তারিখ উঠে যাচ্ছে কি না, সেই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছে স্বাস্থ্যমন্ত্রক৷ বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই বিষয়ে কোনও আলোচনা হয়নি৷ তবে সিদ্ধান্ত বদল হলে সঠিক সময়ে জানানো হবে৷
সূত্রের খবর, পরিস্থিতি বিবেচনা করে লকডাউন তোলার ওপরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে কেন্দ্র৷ কিন্তু উঠে গেলেও বেশ কিছু ক্ষেত্রেও নিষেধাজ্ঞা থাকতে পারে৷ প্রয়োজন বিশেষ কিছু এলাকায় লকডাউনের মেয়াদ বাড়তে পারে৷ অনির্দিষ্টকালের জন্য সমস্ত রকম গণজমায়েত বন্ধ রাখা হতে পারে৷ আপাতত বন্ধ রাখা হতে পারে আন্তঃরাজ্য সড়ক পরিবহণ৷ তবে জরুরি পরিষেবা ক্ষেত্রে ছাড় মিলতে পারে৷ একই রাজ্যের জেলার মধ্যে যোগাযোগের ওপর জারি হতে পারে বিধি-নিষেধ৷ বিমান ও রেল যোগাযোগ সম্পূর্ণ ছাড় নাও দিতে পারে কেন্দ্র৷ আগামী দু’মাসের জন্য বন্ধ রাখা হতে পারে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান৷ আপাতত দু’মাস শপিংমল, সিনেমাহল, রেস্তরাঁ বন্ধ থাকতে পারে৷ ৮০ থেকে ১০০টি চিহ্নিত হটস্পটগুলিতে বাড়তে পারে লকডাউনের মেয়াদ৷ বিভিন্ন সূত্র থেকে বেশ কিছু সম্ভাবনা উঠে আসছে৷