Aajbikel

গরু পাচারের বেআইনি টাকা কোন রাজনৈতিক প্রভাবশালীর ঘরে গিয়েছিল, জানতে সময় চাইবে ED

 | 
অনুব্রত

নয়াদিল্লি: গত মঙ্গলবার রাতে অনুব্রত মণ্ডলকে নিয়ে দিল্লি পৌঁছান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আধিকারিকরা৷ সেখানে মধ্যরাতে ঘটে চরম নাটক৷ গভীর রাতে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টের বিচারকের বাড়িতে নিয়ে যাওয়া হয় কেষ্টকে৷   তিন দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ কিন্তু, এই তিন দিনে কার্যত কেষ্টর পেট থেকে কোনও কথাই বার করতে পারেননি অফিসাররা৷ তিনি তদন্তে অসহযোগিতা করছেন বলে এর আগেও অভিযোগ উঠেছিল৷ এখানেও তেমনটাই করছেন বলে অভিযোগ৷ তাই রহস্য উন্মোচনে অনুব্রত মণ্ডলকে আরও সপ্তাহ দুয়েক নিজেদের হেফাজতে রাখার আবেদন করতে চলেছে ইডি। ইডি-র হেফাজতে মেয়াদ শেষ হচ্ছে আগামিকাল। তাঁকে এখনও বিস্তারিত ভাবে জেরা করার প্রয়োজন রয়েছে৷ গরু পাচারের বেআইনি টাকা কোথায় গেল, কারা কারা তার ভাগ পেল, এর অধিকাংশ বিষয়েই এখনও প্রশ্ন করা যায়নি তৃণমূলের বীরভূম জেলা সভাপতিকে। তাই শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে তোলার পর আরও এক দফায় অনুব্রতকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে চলেছে ইডি।

আরও পড়ুন- যৌনক্ষমতা বর্ধক ট্যাবলেট খেয়ে অকালে প্রাণ হারালেন যুবক! কোন পথে যাচ্ছে যুব সমাজের একাংশ?

ইডি সূত্রের বক্তব্য, গরু পাচার মামলার তদন্তে নেমে তাদের হাতে যে নথি এসেছে তার ভিত্তিতে অনুব্রতকে বিস্তারিত ভাবে জেরা করা এখনও বাকি। তা ছাড়া, গরু পাচার চক্রের কিংপিন এনামুল হক, ছায়াসঙ্গী তথা কেষ্টর দেহরক্ষী সায়গাল হোসেন ও মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য ও নথি পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেও অনুব্রতকে জেরা করার প্রয়োজন রয়েছে৷ বিশেষ করে অনুব্রতের বিপুল সম্পত্তির উৎস কী, তা নথি দেখিয়ে প্রশ্ন করা হবে তৃণমূলের এই দাপুটে নেতাকে। তাছাড়া গরু পাচারের টাকা কোন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল সেই রহস্য ভেদেও বেশ খানিকটা সময়ের প্রয়োজন বলে দাবি করেছেন ইডি আধিকারিকেরা।


এ দিকে আদালতের নির্দেশ মতো আজ শুক্রবার কেষ্টকে দিল্লির রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দিল্লি আসার পর শারীরিক পরীক্ষার সময় চিকিৎসকদের কাছে শ্বাসকষ্টের কথা জানিয়েছিলেন অনুব্রত। জেরার মধ্যে অনুব্রত অসুস্থ হয়ে পড়লে কী হবে, তা নিয়েও চিন্তায় রয়েছেন ইডি-র আধিকারিকরা। আজ রামমনোহর লোহিয়া হাসপাতালের সামনে জড়ো হয়েছিলেন দিল্লির বাঙালি বিজেপি সমর্থকদের একাংশ। তাঁরা ‘অনুব্রত চোর’ স্লোগান দিয়ে বিক্ষোভও দেখান৷ 


 
 

Around The Web

Trending News

You May like