নয়াদিল্লি: বিদেশে টাকা পাচারের অভিযোগে এবার পাক বলিউডি গায়ক রাহাত ফতে আলি খানের বিরুদ্ধে নোটিশ জারি করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি৷ বিদেশী মুদ্রা ও চোরাচালান সংক্রান্ত ভারতীয় আইন মামলায় তাঁকে নোটিস পাঠানো হয়েছে বলে খবর৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ভারতে ঢোকার উপরও গায়ক রাহাত ফতে আলি খানের বিরুদ্ধে বিধিনিষেধ জারি করতে পারে ইডি৷ বিদেশি মুদ্রা পাচারের অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিস পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ তদন্তে সহযোগিতার কথাও বলা হয়েছে সেই নোটিসে৷
এর আগেও গতবছর ওই একই মামলায় ইডির ডাকে ভারতে এসে নিজের বয়ান রেকর্ড করান পাক গায়ক৷ ইডির জেরায় তিনি জানান, বিদেশে টাকা পাচার যে অপরাধের মধ্যে পড়ে তা তা জানা ছিল না৷ বয়ানে রাহাত ফতেয়ালি খান জানান, ভারতের কফেপোসা (বিদেশী মুদ্রা ও চোরাচালান সংক্রান্ত ভারতীয় আইন) তাঁর জানা ছিল না৷
২০১১ সালে নয়াদিল্লি বিমানবন্দর থেকে একচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে (এফইএমএ) রাহাত ফতে আলি খান ও তাঁর ১২ জন ব্যান্ড সদস্যকে আটক করে বিমানবন্দর পুলিশ। সেই সময় রাহাত ফতে আলি খানের কাছ থেকে ১.২৪ লক্ষ মার্কিন ডলার উদ্ধার হয়। এর পর ছাড়া পেলেও দীর্ঘদিন ভারতে ঢোকেননি পাকিস্তানি এই গায়ক৷ ২০০২ সাল থেকে সফলভাবে বলিউডে গান করা শুরু করেন রাহাত। ‘দিল তো বাচ্চা হ্যায় জি’ গানের জন্য শ্রেষ্ঠ পুরুষকণ্ঠ হিসাবে পান ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড৷
Enforcement Directorate has issued notice to Pakistani singer Rahat Fateh Ali Khan under Foreign Exchange Management Act (FEMA); More details awaited. pic.twitter.com/m0TfXJMl76
— ANI (@ANI) January 30, 2019