Aajbikel

কেনা হয়েছে প্রায় ২ কোটির পুরষ্কার! অনুব্রতর লটারি-দুর্নীতি নিয়ে বিস্ফোরক ইডি

 | 
অনুব্রত

নয়াদিল্লি: গরু পাচার মামলায় তিনি তো অন্যতম মূল অভিযুক্ত, কিন্তু অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে লটারি দুর্নীতির অভিযোগও আছে এবং তা নিয়ে সম্প্রতি বড় দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তৃতীয় অতিরিক্ত চার্জশিটে ইডি দাবি করেছে লটারির পুরস্কারপ্রাপকদের কাছ থেকে টাকা দিয়ে টিকিট কিনে নিতেন অনুব্রত। এইভাবেই তিনি প্রায় ২ কোটি কালো টাকা সাদা করে নিজের পকেটে ঢুকিয়েছেন। 

কয়েক বছরের মধ্যে একাধিকবার লটারি জিতেছেন বীরভূমের তৃণমূল নেতা বলে খবর হয়েছে। ২০২১ সালে ডিসেম্বর মাসে একটি লটারিতে ১ কোটি টাকা জিতেছিলেন কেষ্ট৷ সেই লটারি নিয়ে রহস্য তৈরি হয়েছিল। তার রহস্যভেদ করতে গিয়ে সিবিআই গোয়েন্দারা জানতে পারেন, তারও আগে দু’বার সুকন্যার অ্যাকাউন্টে প্রায় ৫১ লক্ষ টাকা ঢুকেছে৷ এছাড়া ২০১৯ সালে অনুব্রতর একটি অ্যাকাউন্টে লটারির ১০ লক্ষ টাকা ঢুকেছিল বলে জানতে পেরেছিল সিবিআই। তখন থেকেই প্রশ্ন উঠে গিয়েছিল যে, লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হচ্ছে কিনা। এখন ইডি তাদের চার্জশিটে ঠিক এমনটাই দাবি করেছে। 

আদালতে জমা দেওয়া চার্জশিটে কেন্দ্রীয় এজেন্সি দাবি করেছে, বিক্রিত টিকিটে কেউ পুরস্কার পেলেই লটারি বিক্রয়কেন্দ্র থেকে এক সাগরেদের মাধ্যমে খবর পৌঁছে যেত অনুব্রতের কাছে। তারপর আসল পুরস্কারপ্রাপকদের কাছ থেকে অনেকগুলি লটারির টিকিট কেনা হত এবং এই কাজ করতেন অনুব্রত এবং তাঁর কন্যা সুকন্যা। ইডির দাবি, একাধিকবার এই কাজ করেই মোটামুটি ২ কোটির কাছাকাছি আদায় করেন তারা দুজন। ২০১৮ সাল থেকে লটারি ঘিরে এই কাজ হয়ে আসছে।  

Around The Web

Trending News

You May like