ফের চিদাম্বরমের বিরুদ্ধে চার্জশিট ED-র, INX মামলায় ছেলে কার্তিকে তলব

ফের চিদাম্বরমের বিরুদ্ধে চার্জশিট ED-র, INX মামলায় ছেলে কার্তিকে তলব

নয়াদিল্লি:  আইএনএক্স মিডিয়া মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম এবং তাঁর ছেলে কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই মামলায় প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে (PMLA) দিল্লি আদালতে প্রথম চার্জশিট পেশ করল ইডি৷

সোমবার দিল্লি আদালতের বিশেষ বিচারপতি অজয় কুমারের কাছে পি চিদাম্বরম, কার্তি চিদাম্বরম সহ এই মামলায় বাকি অভিযুক্তদের বিরুদ্ধে পাসওয়ার্ড সুরক্ষিত ই-টার্জশিট পেশ করা হয়েছে৷ আদালতের কাজ স্বাভাবিক চালু হওয়ার পর এই চার্জশিটের হার্ডকপি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ইডি-কে৷ 

আইএনএক্স মিডিয়া অর্থ তছরুপ মামলায় গত ২১ অগস্ট দিল্লির বাসভবন থেকে প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমকে গ্রেফতার করে সিবিআই৷ এরপর ১৬ অক্টোবর দুর্নীতি ও টাকা নয়ছয়ের মামলায় এই বর্ষীয়ান কংগ্রেস নেতাকে গ্রেফতার করে ইডি৷ এর পর গত বছর ১৮ অক্টোবর এনআইএক্স মিডিয়া মামলায় পি চিদাম্বরম, তাঁর ছেলে এবং এই মামলায় জড়িতে ১১ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে সিবিআই৷

২০১৭ সালের মে মাসে একটি এফআইআর দায়ের করে সিবিআই। তাতে অভিযোগ করা হয়, ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড (এফআইপিবি) ২০০৭ সালে বিদেশ থেকে ৩০৫ কোটি টাকার ফান্ড পাওয়ার জন্য আইএনএক্স গোষ্ঠীকে যে ছাড়পত্র দিয়েছিল তাতে অনিয়ম করা হয়েছে। ওই সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ছিলেন পি চিদাম্বরম। এর পর ওই বছরই এই ঘটনায় অর্থ তছরুপ মামলা দায়ের করে ইডি৷

২০০৮ সালের জানুয়ারি মাসে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন ফিনানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মরিশাসের তিনটি সংস্থাকে আইএনএক্স মিডিয়া গোষ্ঠীতে ৩০৫ কোটি টাকা লগ্নির অনুমোদন দেয়। ওই সংস্থার কর্ণধার ছিলেন পিটার ও ইন্দ্রাণী মুখোপাধ্যায়।

মুম্বইয়ের আয়কর দফতর ইডির হাতে এই মামলার ভর দেয়৷ ২০১০ সালে আইএনএক্স মিডিয়ার বিরুদ্ধে বিদেশি মু্দ্রা আইন (ফেমা)-এ একটি মামলা দায়ের করে ইডি।বেশ কয়েকবছর পর কার্তি চিদাম্বরমের সঙ্গে যুক্ত একটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চালানোর সময়ে কার্তির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ভাস্কররমনের কম্পিউটার থেকে আইএনএক্স মিডিয়া সম্পর্কিত বেশ কিছু তথ্য পায় ইডি। ওই নথিগুলি থেকে ইঙ্গিত মেলে যে সময়ে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এফআইপিবি ছাড়পত্র দিয়েছে, সে সময়েই আইএনএক্স মিডিয়া কার্তির অভিযুক্ত সংস্থায় অর্থ প্রদান করেছে।

ইডির কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিবিআই ২০১৭ সালের মে মাসে দুর্নীতি মামলা দায়ের করে কার্তি ও পি চিদাম্বরমের বাড়িতে তল্লাশি চালায়। এর পর কার্তির বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা দায়ের করে ইডি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + thirteen =