আরও বিপাকে জামাত প্রধান মৌলানা সাদের, অর্থ তছরুপের মামলা ইডি’র

আরও বিপাকে জামাত প্রধান মৌলানা সাদের, অর্থ তছরুপের মামলা ইডি’র

নয়াদিল্লি: কেউ বলছেন নিখোঁজ, কেউ বলছেন ফেরার, তবলিঘি জামাত প্রধান মৌলানা সাদকে নিয়ে জটিলতা ক্রমেই বাড়ছে। যদিও তাঁর আইনজীবীর দাবি, সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। এদিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তবলিঘি জামাত প্রধানের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার ইডি-র তরফে এমনটাই জানানো হয়েছে।

করোনা সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউন জারি করেছে কেন্দ্র। এরই মধ্যে দিল্লির নিজামুদ্দিনের মার্কাজ ভবনের তবলিঘি জামাতের সমাবেশ আয়োজিত হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে আইন অমান্যের অভিযোগ টেনে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৩১ মার্চ এফআইআর দায়ের করে জমায়েতে যুক্ত ৭ জনের বিরুদ্ধে। জিশান, মুফতি শেহজাদ, এম সফি, ইউনুস, মহম্মদ সলমন, মহম্মদ আশরাফের সঙ্গে তবলিঘি জামাত প্রধান সাদের নামও ছিল ওই তালিকায়। তবে নিজামুদ্দিনের ঘটনা নিয়ে তোলপাড় শুরু হওয়ার পর থেকেই নিখোঁজ তিনি, সংবাদসূত্রে এমনটাই জানা গেছে।

এই পরিস্থিতিতে সাদের বিরুদ্ধে অর্থ তছরুপের মামলাও দায়ের হয়েছে বলে জানিয়েছে ইডি। ইডি-র এক আধিকারিকের কথায়, দিল্লি পুলিশ তবলিঘি জামাত প্রধান ও তার কয়েকজন সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ১২০বি ধারায় মামলা দায়ের করেছে। আমরা আর্থিক দিকটি তদন্ত করে দেখব। টাকার উৎস ও সংগঠনের সম্পত্তির বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তের গতিপ্রকৃতি অনুযায়ী করা হবে পরবর্তী পদক্ষেপ। ইডি আরও দাবি করেছে, বিদেশ থেকে ওই সংগঠনের নামে অনুদান এসেছে। সেই বিষয়টিতেও নজর রেখেছে তারা।

এরই মধ্যে সাদ কোথায় রয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তাঁর আইনজীবী তৌসিফ খান জানিয়েছেন, এই মুহূর্তে সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন জামাত প্রধান। অর্থ তছরুপের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, 'সংবাদ মাধ্যম সূত্রে বিষয়টি জানতে পেরেছি। ১৪ দিনের সেলফ কোয়ারেন্টাইনে রয়েছেন মৌলানা সাদ। তাঁর কোয়ারেন্টাইনের সময়সীমা শেষ হলেই তদন্তে যোগ দেবেন তিনি।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *