নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। এখন থেকেই তার জন্য বিভিন্নভাবে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলি তো নিজেদের মতো করে ঘুঁটি সাজিয়ে নিচ্ছে ধীরে ধীরে। কাজে দেরী করছে না জাতীয় নির্বাচন কমিশনও। ইতিমধ্যেই ভোটারদের তালিকা তৈরি করতে প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। না, আপাতত সাধারণ ভোটার নন, ৮০ ঊর্ধ্ব ভোটারদের তালিকা প্রস্তুত করছে কমিশন। এবার তারা পোস্টাল ব্যালটকে আরও বেশি গুরুত্ব দিতে চলেছে।
জানা গিয়েছে, ৮০ বছরের বেশি এবং বিশেষভাবে সক্ষম ভোটাররা যাতে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই সমীক্ষা শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে আলাপচারিতার পর্ব আপাতত শুরু হয়েছে। তাই সেই মতো তালিকা তৈরি করার কাজ শুরু করে দিয়েছে তারা। এই বয়সের বেশি ভোটারদের যাতে ভোট দিতে কোনও রকম সমস্যা না হয়, তারা যাতে বিনা বাধায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, সেই প্রেক্ষিতেই কাজ শুরু করেছে জাতীয় নির্বাচন কমিশন। এইসব ভোটারদের নাম, ঠিকানা, ফোন নম্বর সংগ্রহ করছে তারা।
ইতিমধ্যেই ‘ডোর টু ডোর’ সমীক্ষা চলছে যা চলবে ২০ আগস্ট পর্যন্ত। তারপর সংশ্লিষ্ট ভোটারের ভোটগ্রহণ কেন্দ্রে নাম তোলা, বাদ দেওয়া ও সংশোধনের জন্য ফর্ম জমা নিতে ‘বিএলও’রা বসবেন। তথ্য বলছে, আগের লোকসভা ভোটের তুলনায় এখন তালিকায় প্রবীণ ভোটারের সংখ্যা বাড়ছে। এক্ষেত্রে ভোট দিতে না আসা ভোটারের সংখ্যা বাড়া নিয়েও চিন্তিত কমিশন। তাই পোস্টাল ব্যালটকেই আগে থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ করে তুলতে চাইছে তারা।