eci
নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের ফাইনালে হেরেছে ভারত। এই হারের পরই দেশের বিরোধী শিবির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে শুরু করে। তিনি খেলা দেখতে গিয়েছিলেন এবং তাঁর নামাঙ্কিত স্টেডিয়ামেই খেলা হয়েছে বলে ভারত হেরেছে বলে দাবি তোলা হচ্ছে। এই ইস্যুতে নরেন্দ্র মোদীকে ‘অপয়া’ বলে কটাক্ষ করেছিলেন খোদ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁকে এবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নোটিস পাঠানো হল।
রাজস্থানের জালোরে এক নির্বাচনী সভায় মঙ্গলবার রাহুল গান্ধী বক্তৃতা দেওয়ার সময়ে বলেন, ছেলেরা ভালোই খেলছিল। বিশ্বকাপও জিতে যেত। কিন্তু ওই ‘অপয়া’ সব নষ্ট শেষ দিল। তিনি তাঁর ভাষণে নরেন্দ্র মোদী বা কারোর নাম না নিলেও এটা কারোর বুঝতে অসুবিধা হয়নি যে তিনি কাকে আক্রমণ করলেন। বৃহস্পতিবার তাঁকে এ নিয়ে নোটিস পাঠাল নির্বাচন কমিশন। তাঁর এ ধরনের মন্তব্যের জবাব চাওয়া হয়েছে ওই নোটিসে। উল্লেখ্য, এদিন কলকাতার এক সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও মোদী-শাহদের নাম না নিয়ে ‘পাপিষ্ঠ’ বলেন।
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের বিশেষ সভায় তিনি মন্তব্য করেন, দেশের ছেলেরা এত ভালো খেলাধুলোয়। কিন্তু ওদের গেরুয়া পরিয়ে দেওয়া হয়েছে। তাও বিশ্বকাপে প্রথম ১০টা ম্যাচ ভারত জিতল। ফাইনালও জিতত যদি ওই পাপিষ্ঠরা না যেত। যেই পাপিষ্ঠরা গেল, হেরে গেল। তাঁর সাফ কথা, কলকাতায় যদি বিশ্বকাপ ফাইনাল হত তাহলে ভারতই জিতত।