যত খুশি খান, টাকা নেবে না জোমাটো! দেখুন নয়া অফার

নয়াদিল্লি : যত খুশি খান৷ বাড়বে না বিল! নয়া অফার জুম্যাটোর৷ শুধু পছন্দের রেস্তরাঁয় মেনু দেখে অর্ডার করতে হবে৷ ইচ্ছে মতো যতবার খুশি অর্ডার করা যাবে৷ দিতে হবে না বিল৷ অবিশ্বাস্য অফার নিয়ে হাজির জোমাটো৷ তবে, শর্ত একটাই৷ আপনাকে হতে হবে জোমাটোর গোল্ডের গ্রাহক৷ জোমাটো গোল্ডের গ্রাহকদের দিতে হবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা৷ তার বিনিময়ে

যত খুশি খান, টাকা নেবে না জোমাটো! দেখুন নয়া অফার

নয়াদিল্লি : যত খুশি খান৷ বাড়বে না বিল! নয়া অফার জুম্যাটোর৷ শুধু পছন্দের রেস্তরাঁয় মেনু দেখে অর্ডার করতে হবে৷ ইচ্ছে মতো যতবার খুশি অর্ডার করা যাবে৷ দিতে হবে না বিল৷ অবিশ্বাস্য অফার নিয়ে হাজির জোমাটো৷ তবে, শর্ত একটাই৷ আপনাকে হতে হবে জোমাটোর গোল্ডের গ্রাহক৷ জোমাটো গোল্ডের গ্রাহকদের দিতে হবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা৷ তার বিনিময়ে মিলবে যত খুশি তত খাবার৷

জোমাটো তরফ থেকে জানানো হয়েছে, আপাতত মুম্বাই, দিল্লি ও বেঙ্গালুরুরে এই ইনফিনিটি ডাইনিংয়ের সুবিধা পাওয়া যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + sixteen =