Aajbikel

কেঁপে উঠল আন্দামান, মাটি থেকে ১০ কিমি গভীরে ভূমিকম্পের উৎসস্থল

 | 
ভূমিকম্প

পোর্ট ব্লেয়ার: জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাটি। শুক্রবার মাঝরাতের কিছু সময় পর এই কম্পন অনুভূত হয় দ্বীপে। জানা গিয়েছে, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৮। যদিও এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত মেলেনি। আশা করা হচ্ছে, এমন খবর আসবেও না। তবে কিঞ্চিৎ আশঙ্কা থেকেই যাচ্ছে। 

ন্যাশেনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১২৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্প হয়। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। শুক্রবার রাত ১টা নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে। তবে ঘন ঘন আন্দামানে ভূমিকম্পের ঘটনা যথেষ্ট পরিমাণে আতঙ্ক সৃষ্টি করছে সাধারণ মানুষের মনে এবং একই সঙ্গে উদ্বেগ বাড়াচ্ছে বিজ্ঞানী মহলেরও। চলতি বছর এই নিয়ে তৃতীয়বার ভুমিকম্প হয়েছে দ্বীপপুঞ্জে। এর আগে জানুয়ারি এবং মার্চ মাসে কম্পন হয়েছিল। দুই ক্ষেত্রে রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪ থেকে ৫-এর মধ্যে। 

Around The Web

Trending News

You May like