৭ মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্প, পরিস্থিতি কী?

শ্রীনগর: মঙ্গলবার সাত সকালে কেঁপে উঠল ভূস্বর্গ৷ সাত মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কাঁপল জম্মু ও কাশ্মীর। বারামুলা সংলগ্ন জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে৷ কম্পনের তীব্রতা বেশি…

earthquake2

শ্রীনগর: মঙ্গলবার সাত সকালে কেঁপে উঠল ভূস্বর্গ৷ সাত মিনিটের ব্যবধানে জোড়া ভূমিকম্পে কাঁপল জম্মু ও কাশ্মীর। বারামুলা সংলগ্ন জেলাগুলিতে কম্পন অনুভূত হয়েছে৷ কম্পনের তীব্রতা বেশি না হলেও, আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে৷ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন সকলে৷

 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯। দ্বিতীয় কম্পনের তীব্রতা ছিল ৪.৮। সকাল ৬টা ৪৫মিনিট নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়৷ এর ঠিক সাত মিনিটের মাথায় ৬টা বেজে ৫২মিনিট নাগাদ দ্বিতীয় কম্পন অনুভব করে উপত্যকাবাসী। প্রথম কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার গভীরে, দ্বিতীয়টি ছিল ১০ কিলোমিটার গভীরে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভূমিকম্পের জেরে বারামুলা, পুঞ্চ ও শ্রীনগরের বেশ কিছু জায়গায় বাড়ির কাচ ভেঙে গিয়েছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷