কলকাতা: পাকিস্তানে ভারতের এয়ারস্ট্রাইকের পরই দেশজুড়ে জারি সতর্কতা। রাজ্যের বিভিন্ন সীমান্তে লাল সতর্কতা জারি করা হয়েছে। চলছে বিএসএফের জোর টহলদারি। দেশকে সুরক্ষিত রাখতে রেড অ্যালার্টে সেভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না বলে জানিয়েছেন সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা।
মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। মালদা জেলায় মোট ১৭২ কিলোমিটার সীমান্ত রয়েছে। যার মধ্যে ৭০ কিলোমিটার কাঁটাতার বিহীন। ৩০ কিলোমিটার জুড়ে জল-সীমান্ত। লাল সতর্কতার জেরে অতিরিক্ত ২ ব্যাটেলিয়ান বিএসএফ মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে ৬ ব্যাটেলিয়ন বিএসএফ মোতায়েন মালদার ভারত-বাংলাদেশ সীমান্তের নজরদারিতে সীমান্তবর্তী গ্রামগুলিতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রায়শই অনুপ্রবেশের ঘটনা ঘটে। অনুপ্রবেশ ঠেকাতে তৎপর থাকতে হয় বিএসএফকে। এয়ার স্ট্রাইকের পর সেই তৎপরতা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে। দৈর্ঘ্য প্রায় ২৫৭ কিলোমিটার সীমান্তে ভৌগলিক কারণে কাঁটাতার নেই প্রায় ২৭ কিলোমিটার অঞ্চলে। মোতায়েন রয়েছে ২ ব্যাটেলিয়ান বিএসএফ। হিলি সীমান্তে রয়েছে একটি মাত্র চেকপোস্ট।
কোচবিহারের চেংড়াবান্দা সীমান্ত দিয়ে মূলত নেপাল ও ভূটানের সমস্ত সামগ্রী বাংলাদেশে যায়। বাংলাদেশ থেকেও এই পথ দিয়েই বিভিন্ন সামগ্রী এদেশে আসে। পাশেই রয়েছে তিন বিঘা বর্ডার। যা মূলত ভ্রমণকেন্দ্র হিসেবেই পরিচিত। চেংড়াবান্দার নিকটবর্তী এলাকা মেখলিগঞ্জ ব্লকের গুয়াবাড়ি, ভোটবাড়ি এলাকা। এই এলাকায় দায়িত্বে রয়েছে বিএসএফের ১৪৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। নিরাপত্তা যতই বাড়ানো হোক না কেন আতঙ্কেই রয়েছেন এলাকার বাসিন্দারা। নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তও কড়া নজরদারি। এই সীমান্ত দিয়েই বর্ধমানের খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত কওসর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল।
বর্ধমানে ঘাটি গেড়ে প্রতিবেশী দেশে নাশকতার প্রস্তুতি নিয়েছিল, সীমান্তের নিরাপত্তার ফাঁক গলে ফের জঙ্গি অনুপ্রবেশ আটকাতে কড়া নজরদারি সীমান্তরক্ষী বাহিনী। পাকিস্তানে ভারতের এয়ারস্ট্রাইকের পর লাল সতর্কতা জারি করা হয়েছে। বাড়তি নজরদারি থাকলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে হারে রাজ্যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে, এই আবহাওয়াই অনুপ্রবেশকারীদের কাছে অনুকুল আবহাওয়া বলে করেন সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা। নদিয়ার গেদে, তেহট্ট, করিমপুর, বগুলা, মাঝদিয়া, চাপড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে সীমান্ত রক্ষী বাহিনীদের কড়া প্রহরা চলছে। সতর্ক এলাকাবাসীও।