মাওবাদী কায়দায় পুলিশকে হামলা বিকাশ দুবে দলের, শীর্ষ আধিকারিক

মাওবাদী কায়দায় পুলিশকে হামলা বিকাশ দুবে দলের, শীর্ষ আধিকারিক

কানপুর: কানপুরের গ্যাংস্টার বিকাশ দুবে পুলিশের ওপর হামলা চালিয়েছ্ল মাওবাদীদের কায়দায়।   স্থানীয় থানা থেকে আগেই বিকাশ দুবেকে পুলিশের প্রতিটি পদক্ষেপ জানিয়ে দিয়েছিল। অল্পক্ষণের মধ্যেই নিজের স্কোয়াড সাজিয়ে নিয়েছিল বিকাশ দুবে। ছাদে একদল নিজেদের অবস্থান নিয়েছিল। যাতে বাড়িতে আসার আগে প্রতি পদক্ষেপে পুলিশকে বাধা দেওয়া হয়। এরপরে বাড়ির কাছে এলেই পুলিশের ওপর হয় অতর্কিতে হামলা।  উত্তর প্রদেশের এক শীর্ষস্থানীয় পুলিশ আধিকারিক সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বিকাশ দুবের বাড়ি থেকে ১২টি পিস্তল, প্রচুর কার্তুজ  ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন, ছাদে যেভাবে পজিশন করে দাঁড়িয়েছিল, তা দেখে মনে হচ্ছে মাওবাদীদের থেকে  প্রশিক্ষণপ্রাপ্ত। পুলিশের ওপর হামলার ধরবন ছিল সম্পূর্ণ মাওবাদীদের মতো।

বৃহস্পতিবার গভীর রাতে প্রাসাদের মতো বাড়িতে সমস্ত রকম প্রস্তুতি নিয়ে হানা দেয় পুলিশ। কানপুরে বিকাশের বাড়িতে পুলিশের হানার খবর আগে থেকেই জানিয়ে দিয়েছিল উত্তর প্রদেশ পুলিশের একটি পার্ট। তাই আগে থেকেই পুলিশের ওপর আক্রমণের সমস্ত রকম প্রস্তুতি নিয়ে নেয় দুবের দল। বাড়ির অনেক আগে থেকেই ক্রেন দিয়ে আটকে রেখে দেয় রাস্তা। সেখান থেকে কোনও সরকম বেরিয়ে বাড়ির কাছে আসতেই পুলিশের ওপর অতর্কিতে হামলা করে দুবের দল। ছাদ থেকে দুবের দল হামলা করে বলে জানা যায়। মুহুর্মুহু গুলি চলতে থাকে। উড়ে আসতে থাকে পাথরের চাই। ঘটনায় ডেপুটি পুলিশ কমিশনার সহ উত্তর প্রদেশের আট পুলিশ কর্মী মারা যান।  এরপর বিকাশ তার দলবল নিয়ে পালিয়ে যায়। রবিবার কানপুরে বিকাশ দুবের প্রাসাদের মতো বাড়ি উত্তরপ্রদেশের পুলিশ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − three =