BREAKING: কেরলে ভয়াবহ দুর্ঘটনায় দু’টুকরো বিমান! বহু মৃত্যুর আশঙ্কা

BREAKING: কেরলে ভয়াবহ দুর্ঘটনায় দু’টুকরো বিমান! বহু মৃত্যুর আশঙ্কা

 

তিরুবনন্তপুরম:  কেরলের কোঝিকোড় বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা৷ অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে বিমান দুর্ঘটনা৷ যাত্রীবাহী বিমানে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু ছয় জনের ৷ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট ও কো-পাইলটের৷ বহু যাত্রী জখম হয়েছেন৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের৷ অবতরণের সময় রানওয়েতে বিমান ছিটকে পড়ে বলে জানা গিয়েছে৷ ওই সময় বিমানে ছিলেন ১০ শিশু সহ ১৮৪ জন যাত্রী৷ দুর্ঘটনার পর দু’টুকরো হয়ে গিয়েছে বিমানটি৷ কোঝিকোড় হাসপাতালে বাড়ছে আহত যাত্রীদের ভিড়৷ অধিকাংশ যাত্রীর আঘাত গুরুতর৷ 

অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে যায় বিমানটি৷ লেগে যায় আগুন৷ দ্রুত দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷ ওই বিমানে ১৮৪ জন যাত্রী ছিল৷ তার মধ্যে ১০ শিশু৷ দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী জখম হয়েছেন৷ পাইলট সহ ৬ জনের মৃত্যু হয়েছে৷ মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে৷ ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি৷

দুবাই থেকে বিমানটি কেরলে ফিরছিল৷ প্রবল বৃষ্টির কারণে অবতরণের সময় রানওয়েতে পিছলে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহি বিমানটি৷ বিমানের সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে৷ ঘটনাস্থল থেকে পৌঁছে গিয়েছে ৩০টি অ্যাম্বুলেন্স ও বিপর্যয় মোকাবিলা দল৷ কালিকট বিমান বন্দরে এই দুর্ঘটনা ঘটেছে৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ইতিমধ্যেই ঘটনাস্থলে যাওয়ার জন্য এনডিআরএফকে পাঠানোর নির্দেশ দিয়েছে৷ চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ৷ সূত্রের খবর, বিমানের জরুরি সংকেত ব্যবস্থা ঠিকঠাক কাজ করেনি৷ ফলে, উদ্ধারকাজে দেরি হওয়ার অভিযোগ উঠছে৷

জানা গিয়েছে, দুবাই-কোজিকোড়ে এয়ার ইন্ডিয়ার (IX-1344) বিমানটি কেরলের করিপুর বিমানবন্দরে অবতরণের সময় পিছলে যায়৷ পাশের একটি খালে পড়ে যায়৷ আর তার জেরে ঘটে দুর্ঘটনা৷ ঘটনাটি ঘটে আজ সন্ধ্যা ৭.৪৫ নাগাদ ঘটেছে বলে জানা গিয়েছে৷ বিমানটিতে ১৮৪ জন যাত্রী ছিলেন৷ পাশাপশি ছিলেন ৬ জন ক্রিউ সদস্য ও ২ জন পাইলট৷ বিমানটি খাদে পড়ে গিয়ে আগুনও ধরে যায়৷ দুভাগ হয়ে যায় বিমানটি৷ ঘটনাস্থলে যাচ্ছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন৷ পুলিশ, উদ্ধার দল থেকে শুরু করে মেডিক্যাল টিম ঘটনাস্থলে কাজ করছে৷ ঠিক কী কারণে এই দুর্ঘটনা? তা জানতে শুরু হবে তদন্ত৷ গোটা ঘটনার উপর নজর রাখছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ নজর রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =