Aajbikel

যেন খেলনা ট্রেন! বগির ওপরে বগি, অন্ধ্র রেল দুর্ঘটনার ভয়ানক ছবি

 | 
train_andhra

বিশাখাপত্তনম: করমণ্ডল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কথা এখনও কেউ ভুলতে পারেনি। সেই মারাত্মক স্মৃতি আবারও তাজা করে দিল অন্ধ্রপ্রদেশ। রবিবার সন্ধ্যা ৭টা বেজে ১০ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানাগ্রাম জেলায় ০৮৫৩২ বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ০৮৫০৪ বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জারের৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৫০ জন। রাতের দিকে দুর্ঘটনার ভয়াবহতা সেভাবে বোঝা না গেলেও সকালে ড্রোনের যে ছবি ধরা পড়েছে তা ভয়ানক। 

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রেল কর্মচারীর ভুলেই ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে। সিগন্যাল ভুল থাকায় বিশাখাপত্তনম বিজয়গড় প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে একই লাইনে চলে আসে বিশাখাপত্তনম পালাসা এক্সপ্রেস ট্রেনটি। সকালের যে ছবি প্রকাশ্যে এসেছে তা দেখে হঠাৎ মনে হতে পারে এটি বাচ্চাদের খেলনা ট্রেন। কারণ এক বগির ওপর অন্য বগি উঠে গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, সিগন্যাল না থাকায় বিশাখাপত্তনম-পালাসাগামী ট্রেনটি মেইন লাইনে নির্দিষ্ট গতিতে ছিল। সেই সময় ভাইজ্যাক-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটি পিছন থেকে ধাক্কা মারে ট্রেনটিকে। দুর্ঘটনার জেরে পালাসা প্যাসেঞ্জার ট্রেনটির শেষ তিনটি কামরা লাইনচ্যুত হয়। অন্য ট্রেনটিরও ইঞ্জিনসহ দুটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে। 

পাশের লাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনায়। কারণ তার উপরে গিয়ে আছড়ে পড়ে লাইনচ্যুত হওয়া একটি কামরা। সব মিলিয়ে দুঃসহ চিত্র ফুটে উঠেছে। ইতিমধ্যে জানা গিয়েছে, মৃতের পরিবার এবং আহত যাত্রীদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মৃত যাত্রীদের নিকট আত্মীয়দের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। গুরুতর আহত যাত্রীরা পাবেন আড়াই লক্ষ এবং অল্প আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। 

Around The Web

Trending News

You May like