আন্তর্জাতিক সীমান্তে ড্রোনের আনাগোনা, ভারতীয় জওয়ানের গুলিতে ফিরল পাকিস্তানে

শ্রীনগর: ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে দেখা দিল ড্রোন। রবিবার সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) জানিয়েছে, শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে আকাশে একটি ড্রোন দেখা দেয়। ড্রোনটি আর্নিয়া অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে স্পট করে ভারতীয় সেনা।

শ্রীনগর: ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্তে দেখা দিল ড্রোন। রবিবার সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) জানিয়েছে, শনিবার রাতে জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে আকাশে একটি ড্রোন দেখা দেয়। ড্রোনটি আর্নিয়া অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে স্পট করে ভারতীয় সেনা।

বিএসএফ আরও বলেছে যে ড্রোনটি দেখার পর ভারতীয় জওয়ানরা গুলি চালাতে শুরু করে। তখনই পাকিস্তানে ফিরে যায় সেটি। ঘটনার পর এলাকায় তল্লাশি অভিযানও শুরু করা হয়েছে। বিএসএফের তরফে জানানো হয়েছে, “জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরের আর্নিয়া অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে একটি ড্রোন দেখা গিয়েছে। বিএসএফের একটি দল গুলি চালানোর পরে সেটি পাকিস্তানের দিকে ফিরে যায়।” এমন একটি ঘটনা ঠিক এক সপ্তাহ আগে ঘটেছিল। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্দার সেক্টরে লাইন অফ কন্ট্রোলের (এলওসি) কাছে একটি উড়ন্ত বস্তু দেখা গিয়েছিল। বিষয়টি ভারতের ভূখণ্ডের ওপরে উড়তে দেখা যায়। প্রসঙ্গত গত মাসে জম্মু ও কাশ্মীরের কেরান সেক্টরে এলওসি বরাবর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর কোয়াডকপ্টারটিকে গুলি করে নামিয়ে আনে।

করোনা পরিস্থিতির মধ্যেও পাকিস্তানের হানা যে অব্যাহত পরপর কয়েকটি ঘটনা তা প্রমাণ করে। বৃহস্পতিবার মধ্য কাশ্মীরের শ্রীনগর জেলার শরিফাবাদ এইচএমটি এলাকায় জঙ্গি হামলায় দুই ভারতীয় সেনা সেনা শহিদ হয়েছেন। জঙ্গিরা ভারতীয় সেনাবাহিনীর উপর নির্বিচারে গুলি চালায়। কিন্তু জওয়ানরা এটি একটি জনাকীর্ণ অঞ্চলে ছিলেন। ফলে তাঁদের সংযত থাকতে হয়েছিল। তবে হামলার সময় দু’জন সেনা গুরুতর আহত হয়েছেন। শ্রীনগর ডিফেন্সের পিআরও জানিয়েছেন, কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়ার সময় উভয়ই আহত হওয়ার কারণে শহিদ হয়েছেন। মুখপাত্র আরও যোগ করেছেন যে তিন জঙ্গি সৈন্যদের লক্ষ্য করে গুলি শুরু করে। তাদের সৈন্যরা ১৬৩ ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মির জওয়ান রতন এবং ১০১ ব্যাটালিয়ন টেরিটোরিয়াল আর্মির জওয়ান দেশমুখ হিসাবে চিহ্নিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 10 =