পানীয় জলের গুণমানে ডাহা ফেল কলকাতা, বলছে BIS

কলকাতা: বিশ্বের সবথেকে দূষিত শহরের মধ্যে পঞ্চম স্থানে নাম লিখিয়েছে শহর কলকাতা৷ এবার তিলোত্তমার ব্যর্থতার মুকুটে আরও একটি পালক তুলে দিল কেন্দ্রীয় সরকারের নয়া রিপোর্ট৷ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্সের রিপোর্ট বলছে, জলের পরীক্ষায় ডাহা ফেল কলকাতা৷ ২৮টি পরীক্ষার মধ্যে ১০টি তেই অসফল শহর কলকাতার পানীয় জল৷ জলের গুণমান খারাপের অনুপাতে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা৷ জলের

পানীয় জলের গুণমানে ডাহা ফেল কলকাতা, বলছে BIS

কলকাতা: বিশ্বের সবথেকে দূষিত শহরের মধ্যে পঞ্চম স্থানে নাম লিখিয়েছে শহর কলকাতা৷ এবার তিলোত্তমার ব্যর্থতার মুকুটে আরও একটি পালক তুলে দিল কেন্দ্রীয় সরকারের নয়া রিপোর্ট৷

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্সের রিপোর্ট বলছে, জলের পরীক্ষায় ডাহা ফেল কলকাতা৷ ২৮টি পরীক্ষার মধ্যে ১০টি তেই অসফল শহর কলকাতার পানীয় জল৷ জলের গুণমান খারাপের অনুপাতে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা৷ জলের গুণমান কলকাতার অবস্থা ভয়ংকর বলেও জানানো হয়েছে৷

বিআইএস রিপোর্ট বলছে, পানীয় জলের মান বিচারে খারাপের দিক থেকে কলকাতা এখন দ্বিতীয়৷ শীর্ষে রাজধানী দিল্লি৷ সবথেকে ভালো জল রয়েছে মুম্বইয়ে৷ গোটা দেশজুড়ে পানীয় জলের গুণমানের পরিসংখ্যান তুলে ধরে এমনই জানিয়েছেন কেন্দ্রীয় কেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান৷ (দেখুন তালিকা-http://164.100.117.97/WriteReadData/userfiles/Categorization.pdf)

তবে কেন্দ্রের এই রিপোর্ট উড়িয়ে দিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম৷ তিনি জানিয়েছেন, কলকাতা পুরসভা পানীয় জল সঠিকভাবে পরিশুদ্ধ করে সরবরাহ করা হয়৷ কেন্দ্র কোন জলের নমুনা সংগ্রহ করেছে, সেটা পুরসভার জানা নেই৷ তবে কেন তারা না জানিয়ে এই স্যাম্পল টেস্ট করালে তা নিয়েও প্রশ্ন তুলেছেন মেয়র৷ জলের গুণমান রিপোর্ট নিয়ে শুরু হয়েছে রাজ্য-কেন্দ্র চর্চা৷

আর তার মাঝে পড়ে জনতা বলছে, পুরসভার ট্যাপের জল এমনিতেই খুব প্রয়োজন না তা পান করেন না স্থানীয়রা৷ বাধ্য হয় জল কিনতে বাধ্য হন তাঁরা৷ ফলে কেন্দ্রের এই রিপোর্ট জল কেনার প্রবণতা যে আরও খানিকটা বাড়িয়ে দেবে তা মনে করছে পর্যবেক্ষক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =