পঞ্চম প্রজন্মের মিসাইল পাইথন-৫ এর ট্রায়াল সফল, জানাল DRDO

পঞ্চম প্রজন্মের মিসাইল পাইথন-৫ এর ট্রায়াল সফল, জানাল DRDO

95ede03d2ee554ea27ad0b154601cdf0

হায়দরাবাদ: আত্মনির্ভর ভারতের পথে আরও একধাপ এগোল দেশ৷ সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফ্ট তেজসের সঙ্গে যুক্ত হল, বায়ু থেকে বায়ুতে আঘাত হানতে সক্ষম পঞ্চম প্রজন্মের ক্ষেপণাস্ত্র পাইথন-৫৷ বুধবার একটি বিবৃতিতে একথা জানায় ভারতের প্রতিরক্ষা ও গবেষণা সংস্থা  (ডিআরডিও)৷ 

আরও পড়ুন- গণনা কেন্দ্রে আসতে গেলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট! একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

২৭ এপ্রিল পাইথন-৫ এর সফল পরীক্ষামূলক নিক্ষেপ করা হয়৷ ইতিমধ্যেই তেজসে সংহত ডার্বী বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (বিভিআর) এএএম- এর বর্ধিত ক্ষমতা যাচাই করার লক্ষ্যেই এই ট্রায়াল চালানো হয়৷ ডিআরডিও জানিয়েছে, মঙ্গলবার গোয়ায় চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে ট্রায়াল সম্পন্ন হয়৷ একটি বিবৃতিতে বলা হয়েছে, ডার্বি ক্ষেপণাস্ত্রটি বাতাসে তীব্র গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হামতে সক্ষম হয়৷ এর পর পাইথন-৫ ক্ষেপণাস্ত্রটিও লক্ষ্যে ১০০ শতাংশ আঘাত করে৷ যা থেকে এর সম্পূর্ণ ক্ষমতা প্রমাণিত হয়৷ ট্রায়ালের মাধ্যমে লক্ষ্যপূরণ করা সম্ভব হয়েছে বলেই জানানো হয়েছে৷ 

আরও পড়ুন- ১৫০ জেলায় পজিটিভিটি রেট ১৫ শতাংশের বেশি! লকডাউনের সম্ভাবনা

এই পরীক্ষার আগে বেঙ্গালুরতে তেজসের সঙ্গে যুক্ত বিমান প্রণালির সঙ্গে মিসাইলের সংহতকরণের মূল্যায়ন করার জন্যেও পরীক্ষা চালানো হয়েছিল। এর মধ্যে রয়েছে যুদ্ধবিমানের অ্যারোনটিকস, ফায়ার-কন্ট্রোল ব়্যাডার, ক্ষেপণাস্ত্রের অস্ত্র সরবরাহের ব্যবস্থা, বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থা। বিমান থেকে ক্ষেপণাস্ত্রটির সফল ভাবে বিচ্ছিন্ন হওয়ার পর গোয়ায় ফের পরীক্ষা করা হয়। ডিআরডি’র বিবৃতিতে আরও বলা হয়েছে যে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ডিআরডিও এবং এই অভিযানের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *