করোনা আক্রান্ত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং, ভর্তি এইমসে

করোনা আক্রান্ত ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং, ভর্তি এইমসে

নয়াদিল্লি: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেলেন না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হলেন দিল্লির এইমস হাসপাতালে। জানা গিয়েছে, করোনাভাইরাসের একাধিক উপসর্গ রয়েছে তাঁর। বয়স কিছুটা বেশি হওয়ায় ডঃ মনমোহন সিংকে নিয়ে আলাদা ভাবে সর্তকতা বজায় রাখছেন চিকিৎসকরা। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি পর্যবেক্ষণে রয়েছেন। 

গতকাল দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। সাবধানতা অবলম্বন থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য টিকাকরণের জোর দেওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার মতো একাধিক বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। যদিও প্রাক্তন প্রধানমন্ত্রীর পরামর্শ দেওয়াকে ভালোভাবে নেয়নি কেন্দ্রীয় সরকার। দাবি করা হয়েছিল, তিনি যে বার্তা দেওয়ার চেষ্টা করছেন সেটা তার দলের শীর্ষ নেতৃত্ব এখন মানছে না এবং কংগ্রেস যে রাজ্যে সরকারের রয়েছে সেখানে মানা হচ্ছে না। যদিও সেই বিতর্ক সরিয়ে এখন উদ্বেগ বাড়ল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে। 

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। যা রবিবারের থেকে প্রায় ১২ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ৬১৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ১৩ জন। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাড়িয়েছে ১৯ লক্ষ ২৯ হাজার ৩২৯ জন। এদিকে, আইসিএমআর জানিয়েছে, প্রথম ঢেউয়ের থেকে দ্বিতীয় ঢেউ ‘কম তীব্র’ বা কম শক্তিশালী৷ ১০,০০০ মানুষের উপরে একটি সমীক্ষা করার পর জানা গিয়েছে, করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের মধ্যে মৃত্যু হারে খুব বেশি পার্থক্য নেই। যদিও বলা হচ্ছে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে তরুণরা আগের থেকে বেশি আক্রান্ত হচ্ছেন। কিন্তু এটা ঠিক নয়৷ দুটি ঢেউয়ের ক্ষেত্রেই দেখা গিয়েছে ৭০ শতাংশ আক্রান্তের বয়স ৪০ ঊর্ধ্ব৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =