দাউ দাউ করে জ্বলছে ঘর, আগুন ডিঙিয়ে প্রিয় পোষ্যকে বাঁচাতে প্রাণ দিলেন মেজর

দাউ দাউ করে জ্বলছে ঘর, আগুন ডিঙিয়ে প্রিয় পোষ্যকে বাঁচাতে প্রাণ দিলেন মেজর

সারমেয়কে বাঁচাতে
জম্মু:  পশুপ্রেমীদের কাছে পোষ্যরাই যেন তাঁদের প্রাণ৷ তাদের নিয়েই পরিপূর্ণ হয় পরিবার৷ প্রিয় সারমেয়কে হারানোর যন্ত্রনা সারা জীবন দাগ কেটে যায়৷ কিন্তু প্রভুকে হারিয়ে তাদের কী অবস্থা হয়, আমরা কি তা বুঝি? হয়তো না৷

সম্প্রতি একটি দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকল জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার গুলমার্গের মানুষ৷ প্রিয় সারমেয়কে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন এক মেজর জেনারেল৷ জানা গিয়েছে, মেজর অঙ্কিত বুধরাজার বাড়িতে আচমকাই আগুন লেগে যায়৷ সেই সময় তাঁর বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী এবং দুই সারমেয়৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন তিনি৷ উদ্ধার করে আনেন স্ত্রী ও এক সারমেয়কে৷ কিন্তু তখনও আগুনের বলয়ে আটকে রয়েছে আরেক পোষ্য৷ তাকে বাঁচাতে ফের আগুনে ঝাঁপ দেন মেজর৷ কাল হল সেটাই৷ ওই সারমেয়ে প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হন তিনি৷ পুড়ে যায় শরীরের ৯০ শতাংশ৷ মৃত্যু হয় তাঁর৷ যদিও শেষ রক্ষা হয়নি৷ আগুনের গ্রাস থেকে রেহাই পায়নি ওই সারমেয়ও৷ অগ্নিদগ্ধ হয়ে মারা যায় সেও৷ কীভাবে অঙ্কিত বুধরাজার বাড়িতে আগুন লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে সেনার পক্ষ থেকে জানানো হয়েছে৷
সারমেয়দের মতো প্রভুভক্ত আর কোনও প্রাণী নেই৷ তাদের আনুগত্য সর্বজনবিদিত৷ বিপদ থেকে প্রভুকে রক্ষা করার নজিরও রয়েছে ভুরি ভুরি৷ ২০১৭ সালের ঘটনা৷ সারমেয়র দৌলতে আততায়ীর হাত থেকে রক্ষা পেয়েছিল তার মালকিন৷ জানা যায়, ওই মহিলার বয়ফ্রেন্ড একদিন আচমকাই হালমা চালায় তাঁর বান্ধবীর উপর৷ প্রভুকে রক্ষা করতে পাল্টা আক্রমণ হানে ওই মহিলার সারমেয়৷ নিজের জীবন দিয়ে প্রভুকে বাঁচায় সে৷ আততায়ীর ছুরির আঘাতে মারা যায় পোষ্যটি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + seventeen =