জম্মু-কাশ্মীরের দখল নিতেই উপত্যকায় যাচ্ছেন ডোভাল, জারি সতর্কতা

নয়াদিল্লি: সাত দশকের চুক্তি রাতারাতি খারিজ করে কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের৷ অবশেষে বাতিল হল জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা৷ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ৩৭০ ধারা খর্ব করার প্রস্তাব পেশেক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে স্বাক্ষর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের৷ রাষ্ট্রপতির

জম্মু-কাশ্মীরের দখল নিতেই উপত্যকায় যাচ্ছেন ডোভাল, জারি সতর্কতা

নয়াদিল্লি: সাত দশকের চুক্তি রাতারাতি খারিজ করে কাশ্মীর ইস্যুতে ঐতিহাসিক সিদ্ধান্ত কেন্দ্রের৷ অবশেষে বাতিল হল জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা৷ রাজ্যসভায় জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ সুবিধা তুলে নেওয়ার প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ৩৭০ ধারা খর্ব করার প্রস্তাব পেশেক ঘণ্টার মধ্যেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে স্বাক্ষর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের৷ রাষ্ট্রপতির স্বাক্ষরের জেরে জম্মু ও কাশ্মীর পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হচ্ছে৷ একই সঙ্গে লাদাখ হবে কেন্দ্র শাসিত অঞ্চল৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত কার্যকর হতেই উপত্যাকায় যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷

জানা গিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কাশ্মীর সফরের আগে পাক সীমান্তে পাঠানো হচ্ছে অতিরিক্ত ৯ হাজার সেনা৷ গত দু’সপ্তাহে অন্তত ৩৫ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে কেন্দ্র৷ মূলত কাশ্মীরের আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গি কার্যকলাপ রুখতেই এই পদক্ষেপ বলে খবর৷ জম্মু ও কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা তুলে নেওয়ার পর যাতে সেখানে কোনও সমস্যা তৈরি না হয়, তা নিশ্চত করতেই উুপত্যাকায় সেনা বাড়ানো হচ্ছে বলে খবর৷ ইতিমধ্যেই দেশের সমস্ত কেন্দ্র শাসিত অঞ্চলগুলির নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা কড়াকড়ি করতে কেন্দ্রের তরফে জারি করা হয়েছে সতর্কবার্তা৷

সূত্রের খবর, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার পর জম্মু ও কাশ্মীর প্রশাসনের উচ্চ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল৷ নিতে পারেন বেশ কিছু সিদ্ধান্ত নেন৷ ৩৭০ ধারা তুলে নেওয়ার ক্ষেত্রে গোটা পরিস্থিতি কেমন হতে পারে, বা তা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়,  বুঝে নেওয়ার চেষ্টা করতে পারেন তিনি৷ পুলওয়ামা হামলার ঘটনা মাথায় রেখে সেনা জওয়ানদের বিমান পথেই কাশ্মীরে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে৷ গত সপ্তাহেই জম্মু ও কাশ্মীর সফরে যান ডোভাল৷ এই নিয়ে দু’সপ্তাহের ব্যবধানে দু’বার কাশ্মীরে যাচ্ছেন ডোভাল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =