নয়াদিল্লি: ‘রামায়ণ’, ‘মহাভারতে’র পর এবার পর্দায় ফিরছে হারিয়ে যাওয়া শৈশব৷ নব্বইয়ের দশকে বড় হয়ে ওঠা ছেলেমেয়েদের কাছে সুপারহিরোর সংজ্ঞাই ছিল ‘শক্তিমান’৷ রবিবারের সকালে পড়ার ছুটি নিয়ে টিভি সেটের সামনে বসে পড়ার আনন্দই ছিল আলাদা৷ ‘শক্তিমান’ মানেই টানটান উত্তেজনা৷ ‘শক্তিমান’ মানেই নস্ট্যালজিয়া৷
দূরদর্শনের পর্দায় মুকেশ খান্না অভিনীত ‘শক্তিমান’-এর পুনঃসম্প্রচারের কথা ঘোষণা করেছে কেন্দ্র। পয়লা এপ্রিল দুপুর ১টা থেকে ডিডি ন্যাশনাল নেটওয়ার্কে একঘন্টা সম্প্রচারিত হবে ‘শক্তিমান’। এই শো’টি প্রথম শুরু হয়েছিল ১৯৯৭ সালে৷ শেষ হয় ২০০৫-এ৷ ছোটদের মধ্যে এই ধারাবাহিক ছিল চরম জনপ্রিয়৷ আর ‘শক্তিমান’-এর চরিত্রে অভিনয় করে খ্যাতির শিখড়ে পৌঁছেছিলেন মুকেশ খান্না৷ সুপারহিরো হিসাবে তো বটেই, মানুষের মনে দাগ কেটেছিল আজ কি আওয়াজ সংবাদপত্রের ফটোগ্রাফার ‘পন্ডিত গঙ্গাধর বিদ্যাধর মায়াধর ওমরাকনাথ শাস্ত্রী'ও৷
রবিবার ট্যুইটারে একটি ভিডিও পোস্টে খান্না বলেন, 'রামায়ণ’, ‘মহাভারতে’র মতো পুরাণ কাহিনি ফের দূরদর্শনে দেখানো হচ্ছে। এটা দারুণ খবর। আমি আপনাদের আরও একটা সুখবর দিচ্ছি। ফের একবার টিভির পর্দায় আসছে আপনাদের প্রিয় ‘শক্তিমান’৷
‘শক্তিমান’ ছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে আরও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক পুনঃসম্প্রচারের কথা ঘোষণা করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে ‘উপনিষদ গঙ্গা’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘ব্যোমকেশ বক্সি’ এবং ‘কৃষ্ণ কলি’৷ একই সঙ্গে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ডিডি ভারতীতে সম্প্রচারিত হবে চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ৪৭ পর্বের ‘চাণক্য’৷ ৫২ এপিসোড নিয়ে আসছে চন্দ্রপ্রকাশ দ্বিভেদীরই ‘উপনিষদ গঙ্গা’৷
ইতিমধ্যেই রবিবার থেকে দূরদর্শনে শুরু হয়ে গিয়েছে ‘রামায়ণ’, ‘মহাভারত’-এর সম্প্রচার৷ শুরু হয়েছে শাহরুখ খানের ‘সার্কাস’, ‘হাম হ্যায় না’, ‘তু তোতা ম্যায় ম্যায়না’র মতো অতি জনপ্রিয় ধারাবাহিক৷ এখন অপেক্ষায় ‘শক্তিমানে’র ভক্তকূল৷