করোনা আক্রান্ত দূরদর্শন সাংবাদিকের মৃত্যু, সরানো হল দফতর

করোনা আক্রান্ত দূরদর্শন সাংবাদিকের মৃত্যু, সরানো হল দফতর

নয়াদিল্লি: এবার করোনায় প্রাণ গেল দূরদর্শনের এক সাংবাদিকের। জানা গিয়েছে, বুধবারই তাঁর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে বলে জানা গিয়েছে। গত সপ্তাহেও ওই সাংবাদিক কাজে ব্যস্ত ছিলেন। দূরদর্শন লাইটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ৫৩ বছরের ওই সাংবাদিক কর্মরত ছিলেন বলে জানা গিয়েছে।

দূরদর্শনের এক আধিকারিক জানিয়েছেন, শ্বাসকষ্ট নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। পরীক্ষায় সাংবাদিকের রিপোর্ট করোনা পজিটিভ পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। রিপোর্ট আসার পরেই দূরদর্শনের একাধিক কর্মীকে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। দূরদর্শনের বেশ কিছু কর্মীর নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিল্ডিংটি স্যানিটাইজ করা হচ্ছে। আপাতত দু'দিনের জন্য প্রসার ভারতীর অফিস খেলগাঁতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তবে দূরদর্শনের তরফে ওই সাংবাদিকের পরিচয় প্রকাশ করেনি বলে জানা গিয়েছে। তবে কেন্দ্রীয় সরকারের শীর্ষস্থানীয় এক আধিকারিক জানিয়েছেন,'আমাদের ক্যামেরা টিমের একজন সদস্য মারা গিয়েছেন। ঘটনাটি বুধবার হয়েছিল। তবে নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর বৃহস্পতিবার আমরা জানতে পারি। আমরা দূরদর্শনের যাবতীয় কাজ অন্য একটি বিল্ডিংয়ে সরিয়ে নিয়ে যাচ্ছি এবং যাবতীয় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *