ব্যবহার করবেন না কেন্দ্রের পাঠানো ব়্যাপিড টেস্টিং কিট! সতর্ক করল আইসিএমআর

করোনা পরীক্ষায় ব্যবহৃত নয়া ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটগুলি আপাতত দু’দিন ব্যবহার না করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)৷ মঙ্গলবার আইসিএমআর-এর তরফে একটি নির্দেশিকা জারি করে এই বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে৷ টেস্টিং কিটের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠার পরই তা যাচাই করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পাশাপাশি বলা হয়েছে, ‘‘কোনও ভাবেই এই ত্রুটিকে অবহেলা করে হবে না৷’’

নয়াদিল্লি: করোনা পরীক্ষায় ব্যবহৃত নয়া ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটগুলি আপাতত দু’দিন ব্যবহার না করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)৷ মঙ্গলবার আইসিএমআর-এর তরফে একটি নির্দেশিকা জারি করে এই বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে৷ টেস্টিং কিটের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠার পরই তা যাচাই করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পাশাপাশি বলা হয়েছে, ‘‘কোনও ভাবেই এই ত্রুটিকে অবহেলা করে হবে না৷’’

হটস্পট এবং ব্যাপকভাবে সংক্রমিত এলাকাগুলিতে ব়্যাপিড টেস্টের সুপারিশ করেছে আইসিএমআর৷ এর পরই প্রায় পাঁচ লক্ষ ব়্যাপিড টেস্ট কিট দেশের বিভিন্ন রাজ্যগুলিকে সরবরাহ করে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু এই কিটগুলিতে ত্রুটি রয়েছে বলে অভিযোগ জানায় রাজস্থান সহ একাধিক রাজ্য৷ মঙ্গলবার থেকে নতুন টেস্টিং কিটের মাধ্যমে পরীক্ষা বন্ধও করে দেয় রাজস্থান৷ এই কিটগুলির মাত্র ৫.৪ শতাংশ সঠিক বলেও দাবি করে তারা৷ 

করোনা নির্ণয়ে নিয়মিত যে পরীক্ষা করা হয়, তা অত্যন্ত ধীরগতির৷ সেইজন্য ফাস্টট্র্যাক কিট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই কিটগুলি খারাপ বলে অভিযোগ তোলে একাধিক রাজ্য৷ এছাড়ার ত্রুটিপূর্ণ হওয়ায় পরীক্ষার ফলেও একাধিক জায়গায় হেরফের হচ্ছিল। সেই কারণে আরটি-পিসিআর টেস্টের জন্য ব্যবহৃত এই নয়া র্যা পিড কিটগুলি আপাতত দুদিনের জন্য ব্যবহারে নিষেধ করা হল রাজ্যগুলিকে।

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আইসিএমআর-এর এপিডেমিওলজি ও কমিউনিকেবল ডিজিজের প্রধান রমন.আর গঙ্গাখেড়কর বলেন, “আপনারা সকলেই জানেন, সমস্ত রাজ্যেই ব়্যাপিড টেস্ট কিট বিতরণ করা হয়েছে।একটি রাজ্য জানিয়েছে এই কিটগুলি সম্পূর্ণ নির্ভুল নয়৷  সেই মতো আরও তিনটি রাজ্যের সঙ্গে কথা বলে জানতে পারলাম, পরীক্ষার ফলে অনেক হেরফের পাওয়া গিয়েছে। সেইসঙ্গে নমুনার নির্ভুল পজিটিভ ফলাফল কোথাও ৬ শতাংশ আবার কোথাও ৭১ শতাংশ। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি৷’’

আইসিএমআরের তরফে আরও বলা হয়েছে, আগামী দুদিনে, যে সমস্ত রাজ্যগুলিতে ব়্যাপিড টেস্ট কিট ব্যবহার করা হচ্ছে সেই রাজ্যগুলিতে বিশেষজ্ঞ দল পাঠানো হবে এবং নমুনা পরীক্ষা করে দেখা হবে৷ যাচাই করে সম্পূর্ণ নিশ্চিত হলে তবেই রাজ্যগুলিকে ফের ব়্যাপিড টেস্টিং কিট ব্যবহারের সংকেত দেওয়া হবে। ততদিন পর্যন্ত, রাজ্যগুলিকে এই কিট ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে৷’’ 
ব়্যাপিড টেস্ট কিট ত্রুটিপূর্ণ হলে, নির্মাতা সংস্থাকে এগুলো পাল্টে দিতে বলা হবে বলেও জানান গঙ্গাখেড়কর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + five =