নয়াদিল্লি: করোনা পরীক্ষায় ব্যবহৃত নয়া ব়্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটগুলি আপাতত দু’দিন ব্যবহার না করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)৷ মঙ্গলবার আইসিএমআর-এর তরফে একটি নির্দেশিকা জারি করে এই বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে৷ টেস্টিং কিটের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠার পরই তা যাচাই করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ পাশাপাশি বলা হয়েছে, ‘‘কোনও ভাবেই এই ত্রুটিকে অবহেলা করে হবে না৷’’
হটস্পট এবং ব্যাপকভাবে সংক্রমিত এলাকাগুলিতে ব়্যাপিড টেস্টের সুপারিশ করেছে আইসিএমআর৷ এর পরই প্রায় পাঁচ লক্ষ ব়্যাপিড টেস্ট কিট দেশের বিভিন্ন রাজ্যগুলিকে সরবরাহ করে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু এই কিটগুলিতে ত্রুটি রয়েছে বলে অভিযোগ জানায় রাজস্থান সহ একাধিক রাজ্য৷ মঙ্গলবার থেকে নতুন টেস্টিং কিটের মাধ্যমে পরীক্ষা বন্ধও করে দেয় রাজস্থান৷ এই কিটগুলির মাত্র ৫.৪ শতাংশ সঠিক বলেও দাবি করে তারা৷
করোনা নির্ণয়ে নিয়মিত যে পরীক্ষা করা হয়, তা অত্যন্ত ধীরগতির৷ সেইজন্য ফাস্টট্র্যাক কিট ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এই কিটগুলি খারাপ বলে অভিযোগ তোলে একাধিক রাজ্য৷ এছাড়ার ত্রুটিপূর্ণ হওয়ায় পরীক্ষার ফলেও একাধিক জায়গায় হেরফের হচ্ছিল। সেই কারণে আরটি-পিসিআর টেস্টের জন্য ব্যবহৃত এই নয়া র্যা পিড কিটগুলি আপাতত দুদিনের জন্য ব্যবহারে নিষেধ করা হল রাজ্যগুলিকে।
States advised not to use rapid testing kits for two days. A lot of variations, kits will be tested and validated by on-ground teams and we will give advisory in the next 2 days: R Gangakhedkar, Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/rWGe5a3T9Z
— ANI (@ANI) April 21, 2020
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে আইসিএমআর-এর এপিডেমিওলজি ও কমিউনিকেবল ডিজিজের প্রধান রমন.আর গঙ্গাখেড়কর বলেন, “আপনারা সকলেই জানেন, সমস্ত রাজ্যেই ব়্যাপিড টেস্ট কিট বিতরণ করা হয়েছে।একটি রাজ্য জানিয়েছে এই কিটগুলি সম্পূর্ণ নির্ভুল নয়৷ সেই মতো আরও তিনটি রাজ্যের সঙ্গে কথা বলে জানতে পারলাম, পরীক্ষার ফলে অনেক হেরফের পাওয়া গিয়েছে। সেইসঙ্গে নমুনার নির্ভুল পজিটিভ ফলাফল কোথাও ৬ শতাংশ আবার কোথাও ৭১ শতাংশ। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি৷’’
আইসিএমআরের তরফে আরও বলা হয়েছে, আগামী দুদিনে, যে সমস্ত রাজ্যগুলিতে ব়্যাপিড টেস্ট কিট ব্যবহার করা হচ্ছে সেই রাজ্যগুলিতে বিশেষজ্ঞ দল পাঠানো হবে এবং নমুনা পরীক্ষা করে দেখা হবে৷ যাচাই করে সম্পূর্ণ নিশ্চিত হলে তবেই রাজ্যগুলিকে ফের ব়্যাপিড টেস্টিং কিট ব্যবহারের সংকেত দেওয়া হবে। ততদিন পর্যন্ত, রাজ্যগুলিকে এই কিট ব্যবহার না করার জন্য অনুরোধ করা হচ্ছে৷’’
ব়্যাপিড টেস্ট কিট ত্রুটিপূর্ণ হলে, নির্মাতা সংস্থাকে এগুলো পাল্টে দিতে বলা হবে বলেও জানান গঙ্গাখেড়কর৷