ট্রাম্পের কৃতজ্ঞতার জবাবে এক সঙ্গে করোনা জয়ের বার্তা মোদির

করোনা মোকাবিলায় ভারত আমেরিকার কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি করার সিদ্ধান্ত নেওয়ার পরই নরেন্দ্র মোদিকে ‘মহান’ বলে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, বিপদের সময় ভারত যে ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা কৃতজ্ঞ৷ ট্রাম্পের ধন্যবাদের জবাবে পালটা ট্যুইট করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘কোভিড-১৯ বিরুদ্ধে মানবতার লড়াইয়ে ভারত সম্ভাব্য সবরকমের সহযোগিতা করবে৷ একসঙ্গে এই যুদ্ধ জয় করব আমরা৷’’

836db0f7d81cf31a45ddf6e2d6632b14

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় ভারত আমেরিকার কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানি করার সিদ্ধান্ত নেওয়ার পরই নরেন্দ্র মোদিকে ‘মহান’ বলে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি বলেন, বিপদের সময় ভারত যে ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়েছে তাতে আমরা কৃতজ্ঞ৷ ট্রাম্পের ধন্যবাদের জবাবে পালটা ট্যুইট করেন প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, ‘‘কোভিড-১৯ বিরুদ্ধে মানবতার লড়াইয়ে ভারত সম্ভাব্য সবরকমের সহযোগিতা করবে৷ একসঙ্গে এই যুদ্ধ জয় করব আমরা৷’’

করোনাভাইরাসের আক্রমণে রীতিমতো পর্যুদস্ত মার্কিন মুলুক৷ ভারত হাইড্রোক্সিক্লোরোকুইন রফতানির সিদ্ধান্ত নেওয়ার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প ট্যুইট করে বলেন, ‘‘এই বিপদের সময়ে ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সহযোগিতা থাকা প্রয়োজন৷ ভারত ও ভারতের জনগণকে ধন্যবাদ জানাই। আমেরিকা এই উপকার ভুলে যাবে না। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ করোনা বিরোধী লড়াইয়ে শুধু ভারতের পাশেই দাঁড়িয়েছেন তা নয়, বিশ্ব মানবতার পাশে দাঁড়িয়েছেন৷ তাঁর দৃঢ় নেতৃত্বের জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই৷’’

আমেরিকার পাশাপাশি হাইড্রোঅক্সিক্লোরোকুইন রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছিল ৩০টিরও বেশি দেশে৷ ভারত ওষুধ না পাঠালে প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দিয়েছিল আমেরিকা৷ নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরই ভারতের দরাজ প্রশংসা করেন ট্রাম্প৷ হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘মোদি দুর্দান্ত, দারুণ৷ প্রধানমন্ত্রীর এহেন সাহায্য কোনওদিন ভোলা যাবে না৷’’ 

হাইড্রোক্সিক্লোরোকুইনকে আপাতত নোভেল করোনাভাইরাস মোকাবিলার সম্ভাব্য দাওয়াই বলে মনে করা হচ্ছে। বিশ্বের মোট হাইড্রোক্সিক্লোরোকুইন উৎপাদনের ৭০ শতাংশই ভারতে হয়৷ অথচ করোনা সংক্রমণে বিপর্যস্ত আমেরিকায় হাইড্রক্সিক্লোরোকুইনের আকাল দেখা দিয়েছে৷ আপাতত তিনটি গুজরাতি কোম্পানি আমেরিকায় হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ করবে৷ বুধবার ২৯ মিলিয়ন ওষুধ নিয়ে আমেরিকার উদ্দেশ্যে প্রথম জাহাজটি পাড়ি দিয়েছে৷ ট্রাম্প বলেন, ‘‘আমি২৯ মিলিয়ন ওষুধ কিনছি৷ প্রধানমন্ত্রী মোদির সঙ্গে এ বিষয়ে কথা হওয়ার পরই উনি এই ওষুধ পাঠাতে রাজি হন৷ উনি মহান৷ খুব ভালো৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *