বাড়ল আভ্যন্তরীন বিমান পরিষেবায় নিয়ম বিধি, কেন্দ্র নির্ধারিত ভাড়া বহাল থাকবে ততদি

শুক্রবার সাংবাদিক বৈঠকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত আভ্যন্তরীন উড়ান পরিষেবায়  নিয়মবিধি জারি থাকবে। ততদিন পর্যন্ত গত ২১ মে কেন্দ্রের নির্ধারিত ভাড়া অপরিবর্তিত থাকবে।

নয়াদিল্লি: করোনা পরিস্থিতি বিবেচনা করে আরও অনেক বেশি দীর্ঘায়িত হল আভ্যন্তরীন বিমান চলাচলের নিয়মবিধি। আভ্যন্তরীন বিমান চলাচলে নিয়মবিধি ২৪ আগস্ট থেকে বাড়িয়ে ২৪ নভেম্বর পর্যন্ত করার কথা ঘোষণা করল অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি জানান, পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত আভ্যন্তরীন উড়ান পরিষেবায়  নিয়মবিধি জারি থাকবে। ততদিন পর্যন্ত কেন্দ্রের নির্ধারিত ভাড়া অপরিবর্তিত থাকবে। গত ২১ মে উড়ানের সময় অনুযায়ী ভাড়া নির্দিষ্ট করে দিয়েছিল কেন্দ্র সরকার। 

সেই অনুসারে-  ৪০ মিনিটের কম সময়ের অভ্যন্তরীণ ফ্লাইটগুলির নিম্ন ও উর্দ্ধ সীমা ২,০০০ এবং ৬০০০ টাকা। ৪০ থেকে ৬০ মিনিটের ক্ষেত্রে ২,৫০০ এবং ৭৫০০ টাকা। ৬০ থেকে ৯০ মিনিটের ক্ষেত্রে ৩,০০০ এবং ৯,০০০ টাকা। ৯০ থেকে ১২০ মিনিটের ক্ষেত্রে ৩৫০০ এবং ১০,০০০ টাকা৷ ১২০ থেকে ১৫০ মিনিটের জন্য ৪,৫০০ এবং ১৩,০০০টাকা৷ ১৫০ থেকে ১৮০ মিনিটের ক্ষেত্রে ৫,৫০০ এবং ১৫,৭০০ টাকা।

গত ২৫ মার্চ থেকে ভারতে অভ্যন্তরীণ বিমান পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। প্রাথমিকভাবে ৩১ মার্চ রাত ১২টার আগে পর্যন্ত সেই নিষেধাজ্ঞা জারি ছিল। এরপর সেই সময়সীমা বাড়ানো হলেও শেষপর্যন্ত যাবতীয় সুরক্ষাবিধি মেনে ২৫ মে থেকে ফের শুরু হয়  অভ্যন্তরীণ বিমান পরিষেবা। সেই সময় টানা দুমাস লকডাউনের ফলে ধুঁকছিল বিমান সংস্থাগুলি। এই পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে বিমান এবং এয়ারপোর্ট থেকে সংক্রমণের ভয় তাড়িয়ে বিমান যাত্রায় সাহস জোগাতে বিমানের টিকিটের দাম না বাড়ানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। তাসত্ত্বেও তখন সেই অর্থে লাভের মুখ দেখেনি বিমান সংস্থাগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =