চিকিৎসকের ভুলে এইচআইভি ছড়াল ৯০ রোগীর দেহে

কলকাতা : এইচআইভি আক্রান্তদের জন্য ব্যবহার করা সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দিয়েছিলেন এক পাকিস্তানি ডাক্তার। তার ফলে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন ৯০ জন। এই গণ সংক্রমণের তদন্ত করতে গিয়ে জানা যায় এই ইঞ্জেকশনের ঘটনা। খোঁজ মেলে সেই ডাক্তারের। গত সপ্তাহে ১৮টি শিশু এইচআইভি আক্রান্ত হওয়ার পর সতর্ক হয় প্রশাসন। কম করেও ৯০ জন এইভাবেই আক্রান্ত হয়েছেন। যাদের

চিকিৎসকের ভুলে এইচআইভি ছড়াল ৯০ রোগীর দেহে

কলকাতা : এইচআইভি আক্রান্তদের জন্য ব্যবহার করা সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দিয়েছিলেন এক পাকিস্তানি ডাক্তার। তার ফলে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন ৯০ জন।

এই গণ সংক্রমণের তদন্ত করতে গিয়ে জানা যায় এই ইঞ্জেকশনের ঘটনা। খোঁজ মেলে সেই ডাক্তারের। গত সপ্তাহে ১৮টি শিশু এইচআইভি আক্রান্ত হওয়ার পর সতর্ক হয় প্রশাসন। কম করেও ৯০ জন এইভাবেই আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ৬৫টি শিশুও রয়েছে।

লারকানার পুলিশ প্রধান কামরান নওয়াজ জানিয়েছেন, সেই ডাক্তারকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। ওই ডাক্তারের নিজেরও এইডস রয়েছে। শিশুদের বাবা-মার রক্ত পরীক্ষা করে এইচআইভি না মেলায় তদন্তের পর ওই সিরিঞ্জের ব্যবহারের কথা জানা যায়। পাকিস্তানে সিরিঞ্জের মাধ্যমে এইডস ছড়ানোর ঘটনা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + fourteen =