তেলঙ্গনা: কলকাতা শহরে চিকিৎসকদের অভূতপূর্ব আন্দোলন প্রত্যক্ষ করেছিল গোটা দেশ। রোগীর পরিবারের আচরণ নিয়ে সরব হয়েছিল বাংলার চিকিৎসককুল। আর এই আন্দোলনে গোটা দেশের চিকিৎসক মহলের সমর্থন পেয়েছিলেন বাংলার ডাক্তাররা। এমনকী অন্যান্য রাজ্যেও কলকাতার অনুসরণে আন্দোলনে বসা হয়। যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে আন্দোলন তুলে নিয়েছিলেন চিকিৎসকরা। অনেকদিন পর আবার বিক্ষোভ করতে দেখা গেল তাঁদের। এবার বাংলা নয়, হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালের চিকিৎসকরা প্রতিবাদ শুরু করলেন।
তাঁরা অবশ্য সুরক্ষার বিষয় নিয়ে আওয়াজ তুলছেন না। বরং হাসপাতালের একটি পুরনো বিল্ডিং পুনরায় খোলার দাবি জানিয়েছেন। তা ছাড়া, শল্য চিকিৎসার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেতেও আন্দোলন শুরু করেছেন। ওসমানিয়া হাসপাতালের জুনিয়র ডাক্তারদের হুমকি, তাঁদের দাবি মানা না হলে আপতকালীন পরিষেবা বন্ধ করে দেবেন। বারংবার অনুরোধ এবং দাবি সত্ত্বেও সার্জারির জন্য দরকারি সুবিধা, অপারেশন থিয়েটার, ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি বলে অভিযোগ উঠেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
জানা গেছে, ওসমানিয়া হাসপাতালের একটি প্রাচীন বিল্ডিং আছে যেখানে প্রায় ৩৫০ রোগীর শয্যা রয়েছে। মোট আটটি ওয়ার্ড এবং দুটি ওপারেশন থিয়েটার সম্বলিত এই বিল্ডিংটি জুলাই মাসে খালি করে বন্ধ করে দেওয়া হয়। কারণ, নিকাশি নালা বন্ধ হয়ে যাওয়ায় বৃষ্টির জলে ভরে যাচ্ছিল বিল্ডিংটির মেঝে। সেই থেকে একটি বিল্ডিংয়েই সমস্ত কাজ করতে হচ্ছে চিকিৎসকদের। এতে ঠিকমতো পরিষেবা দেওয়া যাচ্ছে না বলে দাবি তাঁদের। অবিলম্বে পুরনো বিল্ডিংটি খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। না হলে এমার্জেন্সি বিভাগের পরিষেবা দেওয়া বন্ধ করে দেবেন বলে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।