নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশিত হতেই দলের নেতাদের ডেকে আজ, দিল্লিতে বিশাল ডিনার পার্টির আয়োজন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ বিলাশবহুল অশোক হোটেলে নৈশভোজে আমন্ত্রিত এনডিএর সবকটি দলের নেতারা৷ কী কী পদ থাকছে এই নৈশভোজে?
শোনা যাচ্ছে, অন্তত ৩৫ রকমের পদ থাকবে পার্টিতে৷ ৩৫ ব্যাঞ্জনের মাধ্যমেই বিভিন্ন রাজ্যে এনডিএ নেতাদের প্রতি ঐক্যের বার্তা পৌঁছে দিতে চাইছেন অমিত শাহ৷ নৈশভোজে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ অমিত শাহের নৈশভোজে যোগ দেবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার৷ থাকবেন বিহারে এনডিএর আরেক শরিক দলের নেতা রামবিলাস পাসওয়ান৷ এই দুই নেতার রসনা তৃপ্তিতে খাদ্য-তালিকায় রাখা হচ্ছে দুই থেকে তিনটি বিশেষ বিহারি পদ৷
এনডিএর মহারাষ্ট্রের শরিক শিবসেনা নেতাদের রসনাতৃপ্তিতে থাকছে মারাঠি পদ পোরনপোলি৷ উত্তর পূর্বের রাজ্যগুলির এনডিএ নেতাদের জন্য থাকছে কয়েকটি বিশেষ পদেরও ব্যবস্থা৷ এনডিএর অন্যতম পুরনো শরিক পঞ্জাবের শিরোমণি অকালি দলের নেতাদের জন্য নৈশভোজের খাদ্য তালিকায় পাঞ্জাবি মশলাদার খানাও থাকছে৷ সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য গুজরাতি ধোকলা রাখা হয়েছে৷