মোদির জোড়া সার্জিক্যাল স্ট্রাইকের নেপথ্যে ২ নায়কের ভূমিকা কী ছিল জানেন?

নয়াদিল্লি: বিপুল সমর্থন পেয়ে ২০১৪ সালের ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি৷ দিয়েছিলেন গুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি৷ সেখানেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার কথাও জানিয়েছিলেন নমো৷ বেশ কিছু বিষয়ে প্রতিশ্রুতি পূরণ করতে না পারলেও ভারত-পাক সম্পর্কে নয়া মাত্রায় পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী৷ ক্ষমতায় এসে জোড়া সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে নিজের যোগ্যতা সফল ভাবে প্রমাণ করেই ছাড়লেন নরেন্দ্র দামোদরদাস মোদি৷ কিন্তু, জানেন কী, মোদির

07a4e827ab144e8246939aeba808dd9d

মোদির জোড়া সার্জিক্যাল স্ট্রাইকের নেপথ্যে ২ নায়কের ভূমিকা কী ছিল জানেন?

নয়াদিল্লি: বিপুল সমর্থন পেয়ে ২০১৪ সালের ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি৷ দিয়েছিলেন গুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি৷ সেখানেই পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার কথাও জানিয়েছিলেন নমো৷ বেশ কিছু বিষয়ে প্রতিশ্রুতি পূরণ করতে না পারলেও ভারত-পাক সম্পর্কে নয়া মাত্রায় পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী৷ ক্ষমতায় এসে জোড়া সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে নিজের যোগ্যতা সফল ভাবে প্রমাণ করেই ছাড়লেন নরেন্দ্র দামোদরদাস মোদি৷ কিন্তু, জানেন কী, মোদির শাসনে জোড়া সার্জিক্যাল স্ট্রাইকের পিছনে ছিলেন কারা?

২৬ ফ্রেব্রুয়ারি, ২০১৯৷ পাকিস্তানের ঘরে ঢুকে সাড়ে ৩০০ জঙ্গিকে খতম করে এসেছে ভারতীয় বাসু সেনা৷ কিন্তু, গোটা অপারেশনের পেছনে ছিলেন কে? জানা গিয়েছে,  প্রচারের আড়ালে থাকলেও তিনিই আসল নায়ক৷ রাত জেগে নিখুঁত দক্ষতার সঙ্গে পরিচালনা করলেন সমগ্র অভিযান। তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সার্জিক্যাল স্ট্রাইকের মতো মঙ্গলবার ভোরে বায়ুসেনার বিশেষ অভিযান অজিত দোভালের নেতৃত্বে সম্পন্ন হয়। যোগাযোগ রেখেছিলেন মোদিও। পরে সকালে তাঁকে সরকারিভাবে অভিযানের রিপোর্ট জমা দেন দোভাল। প্রধানমন্ত্রীর বাসভবনেই পরবর্তী পদক্ষেপ নিয়ে বৈঠকেও অংশ গ্রহণ করেন। বেঠকে অজিত দোভালের পাশাপাশি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।

২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ভারত প্রথমবার সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল পাকিস্তানে। সেবার সীমান্ত পেরিয়ে হামলা চালানো হয়। প্যারা ট্রুপাররা রাতের অন্ধকারে পাক সীমান্ত পেরিয়ে ঢুকে হামলা করে নিশ্চিন্তে চলে এসেছিল। সেই হামলার অন্যতম নেতৃত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা (অবসরপ্রাপ্ত)। তিনি এই হামলার পর মুখ খুলেছেন। তিনি বলেছেন, এই অ্যাকশন নেওয়ার জন্য সরকারকে আমার তরফ থেকে ধন্যবাদ। বায়ুসেনাকেও ধন্যবাদ। যেভাবে তাঁরা বালাকোটে হামলা চালিয়েছে তা একেবারে পেশাদার ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *