Aajbikel

গুগলে সব থেকে বেশি খোঁজা শব্দটি কী জানেন?

নয়াদিল্লি : গত বছরে সবচেয়ে বেশি যে যে শব্দগুলি গুগলে খোঁজা হয়েছে তার তালিকা নিয়ে ভিডিও প্রকাশ করল গুগল৷ বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা জানিয়েছে, গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া শব্দটি হল ‘গুড’৷ গুড শব্দটির আসে পাশে যা কিছু শব্দ সার্চ করা হয়েছে৷ গুড শব্দটি সামনে রেখে বহু মানুষ যে যে বাক্য সার্চ করেছেন সেগুলি
 | 
গুগলে সব থেকে বেশি খোঁজা শব্দটি কী জানেন?

নয়াদিল্লি : গত বছরে সবচেয়ে বেশি যে যে শব্দগুলি গুগলে খোঁজা হয়েছে তার তালিকা নিয়ে ভিডিও প্রকাশ করল গুগল৷ বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন সংস্থা জানিয়েছে, গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া শব্দটি হল ‘গুড’৷

গুড শব্দটির আসে পাশে যা কিছু শব্দ সার্চ করা হয়েছে৷ গুড শব্দটি সামনে রেখে বহু মানুষ যে যে বাক্য সার্চ করেছেন সেগুলি হল, হাউ টু বি আ গুড সিটিজেন৷ আ গুড কিসার৷ হোয়াট মেকস আ গুড ফ্রেন্ড৷ তবে, নেট দুনিয়া হঠাত করে কেন এত ইতিবাচক হয়ে উঠল তানিয়ে রয়েছে প্রশ্ন৷ খুব সম্ভবত গুগল এই ইতিবাচক তথ্য প্রকাশ করে ব্যবহারকারীদের মোনেও ইতিবাচক প্রভাব ফেলতে চাইছে গুগল৷

Around The Web

Trending News

You May like