শ্রীনগর: পুলওয়ামা জঙ্গি হানায় মৃত্যু হল অন্তত ৮০ জন সিআরপিএফ জওয়ানের৷ সিআরপিএফ জওয়ানের বাসে গাড়ি বোমা বিস্ফোরণের পিছনে আত্মঘাতি জঙ্গির পরিচয় জানতে পারেছে পুলিশ৷ জানা গিয়েছে, জঙ্গি হামলার মূলচক্রি জইশ-ই-মহম্মদের জঙ্গি আদিল আহমেদ৷ কাকাপোরার বাসিন্দা আদিল আহমেদ দার গতবছরই এই জঙ্গি সংগঠনে নিজের নাম লেখায়। তার অন্য দুটি নাম ‘আদিল আহমেদ গাড়ি টকরানেওয়ালা’ বা ‘ওয়াকস কম্যান্ডো অব গুন্দিবাগ’৷
প্রায় ৪৬ জন সিআরপিএফ জওয়ানকে যাওয়া বাসটিতে ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই স্করপিও নিয়ে হানা দেয় আদিল আহমেদ দার। এই ভয়াবহ হানার পরেই তার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হতে থাকে৷ ২০১৬ সালের উরিতে হানার পর এত ভয়াবহ জঙ্গিহানা সেনার ওপরে এই দেশ আর দেখেনি৷ উরির হানায় প্রাণ হারিয়েছিলেন ১৯ জন সেনা৷
ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক রাইফেল নিয়ে জইশ-ই-মহম্মদের ব্যানারের সামনে দাঁড়িয়ে রয়েছে আদিল আহমেদ দার৷ অণুসন্ধানকারীরাও এই হানার ব্যাপকতা দেখে চমকে গিয়েছেন৷ তার কারণ, জইশ-ই-মহম্মদের নেতৃত্বের প্রায় সবাইকেই গত কয়েক বছরের মধ্যে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল৷ গত বছরই জইশ-ই-মহম্মদের প্রধান হিসেবে কাজ করত যে, সেই মহম্মদ উসমানকে নিরাপত্তাবাহিনী মেরে ফেলে৷ মৌলানা মাসুদ আজহারের ভাইপো ছিল সে। তার মৃত্যুর পর সংগঠনের মেরুদণ্ড ভেঙে দেওয়া গিয়েছে এমনটাই মনে করা হয়েছিল। দেখা গেল, কার্যত, সেই মনোভাবটি আদতে ঠিক কতটা ভ্রান্ত৷