নয়াদিল্লি: শেষ হয়েছে লোকসভা নির্বাচন৷ দ্বিতীয়বারের জন্য দেশের ক্ষমতা হাতে নিয়েছেন মোদি৷ তৈরি হয়েছে নতুন মন্ত্রীসভা৷ ১০০ দিনের কাজের লক্ষ্যমাত্রাও নিয়ে ফেলেছে মোদির মন্ত্রিসভা৷ কিন্তু, জানেন কি, গোটা পৃথিবীর সবচেয়ে বড় এই গণতান্ত্রিক উৎসবের খরচ কত হল?
দিল্লির সেন্টার ফর মিডিয়া স্টাডিজের একটি সমীক্ষা বলছে, এবারের লোকসভা নির্বাচনের খরচের পরিমাণ পৃথিবীতে এর আগে কোনও দেশে হয়নি৷ এবারের লোকসভা ভোটে খরচ হয়েছে প্রায় ৬০০ বিলিয়ন৷ দেশের ৯০ কোটি ভোটারকে বুথে ঢোকাতে এই পরিমাণ টাকা খরচ করা হয়েছে৷ রিপোর্টের বলছে, একজন ভোটারকে বুথে পৌঁছতে খরচ হয়েছে প্রায় ৭০০ টাকার মতো৷ লোকসভা কেন্দ্রপিছু খরচ হয়েছে প্রায় ১ বিলিয়ন ডলার৷ কোনও কোনও লোকসভায় আবার তা বেড়েছে ৩ মিলিয়ন৷ তবে, নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছিল, প্রতিটি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থী পিছু ৭০ লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না৷ কিন্তু হিসেব বলছে, রাজনৈতিক দলগুলি নির্বাচনের প্রচারে যে পরিমাণ অর্থ খরচ করেছে, তার হিসেব গিয়ে দাঁড়াচ্ছে এই ৬০০ বিলিয়নের কাছাকাছি৷ ডলারের হিসেবে প্রায় ৮.৭ বিলিয়ন ডলার খরচ হয়েছে ভারতে নির্বাচনে৷ আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে খরচ হয়েছিল ৬.৫ বিলিয়ন ডলার৷