প্রথম দফায় কত জন প্রার্থীর নামে ফৌজদারি মামলা রয়েছে জানেন

নয়াদিল্লি : লোকসভা ভোটের প্রথম দফার ২১৩ প্রার্থীর বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে। অপরাধের মধ্যে আছে হত্যার চেষ্টা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, অপহরণের মতো গুরুতর মামলাও। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রাটিক রিফর্মসের তথ্যা জানাচ্ছে, ১২৬৬ জন প্রার্থীর হলফনামায় জানা যাচ্ছে, তাদের ১২ শতাংশই গুরুতর ফৌজদারি মামলায় জড়িত। ১২ জন দণ্ডাজ্ঞাপ্রাপ্ত অপরাধী। ২৫ জন জানিয়েছে তাদের নামে খুনের চেষ্টার

প্রথম দফায় কত জন প্রার্থীর নামে ফৌজদারি মামলা রয়েছে জানেন

নয়াদিল্লি : লোকসভা ভোটের প্রথম দফার ২১৩ প্রার্থীর বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে।

অপরাধের মধ্যে আছে হত্যার চেষ্টা, মহিলাদের বিরুদ্ধে অপরাধ, অপহরণের মতো গুরুতর মামলাও। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রাটিক রিফর্মসের তথ্যা জানাচ্ছে, ১২৬৬ জন প্রার্থীর হলফনামায় জানা যাচ্ছে, তাদের ১২ শতাংশই গুরুতর ফৌজদারি মামলায় জড়িত।

১২ জন দণ্ডাজ্ঞাপ্রাপ্ত অপরাধী। ২৫ জন জানিয়েছে তাদের নামে খুনের চেষ্টার মামলা রয়েছে। ৪ জন অপহরণ, ১৬ জন নারী অত্যাচারের মামলার আসামি। ১১ এপ্রি যে ৯১ কেন্দ্রে ভোটগ্রহণ, তার মধ্যে ৩৭টি লাল সতর্কতার। অর্থাৎ, সেখানে তিন বা তার বেশি প্রার্থীর নামে ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে বিজেপির ৩০ জন, কংগ্রেসের ৩৫ জন, বিএসপির ৮, ওয়াইএসআরের ১৩ জন প্রার্থী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − nine =