নয়াদিল্লি:কথায় কথায় ফেসবুক কমেন্ট করেন? তাহলে সামধান! এবার কিন্তু, আপনার মন্তব্যের উপর কড়া নজর রাখতে চলেছে ফেবসুক কর্তৃপক্ষ৷ কোনটি প্রাসঙ্গিক কমেন্ট, তা বোঝার চেষ্টাও শুরু করছে ফেসবুক৷ একই সঙ্গে কমেন্টে র্যাঙ্কিংও করবে এই সংস্থা৷
কোন কমেন্টে সবচেয়ে বেশি লাইক অথবা রিপ্লাই এসেছে কিংবা সংশ্লিষ্ট পোস্টের ভিত্তিতে কোনও কমেন্টের রিপ্লাই দেওয়া হয়েছে কি না, তা প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে বসে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ৷ র্যাঙ্কিংয়ের প্রথমে থাকা কমেন্টগুলিই একদম উপরে ভেসে উঠবে বলে জানিয়েছে ফেসবুক৷ ব্যবহারকারীরা কোন ধরনের কমেন্ট সবচেয়ে বেশি পছন্দ করেন, তা নিয়েও তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে৷ র্যাঙ্কিং সিস্টেমটি কাজ করবে ইন্টেগ্রিটি সিগনালের ভিত্তিতে৷ কমেন্টে ভাষা ব্যবহার থেকে ইন্টেগ্রিটি সিগনাল দেখা যাবে৷ পাবলিক পেজে ডিফল্ট হিসেবেই কাজ করবে এই ব্যবস্থা৷ তবে, পেজের অ্যাডমিন চাইলে কমেন্ট র্যাঙ্কিংয়ের অপশন বন্ধ রাখতে পারেন৷ প্রোফাইলেও কমেন্ট র্যাঙ্কিং অপশন চালু হচ্ছে৷