নয়াদিল্লি: মদের নেশায় বুঁদ ভারতীয়দের বড় অংশ৷ বৃহস্পতিবার রাজ্যসভায় এমনই তথ্য জানালেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় মন্ত্রী থাওয়ারচাঁদ গেহলত৷
মন্ত্রী জানান, দেশের ১৬ কোটি নাগরিক মদ্যপান করেন৷ গাঁজায় আসক্ত ৩ কোটি ১০ লক্ষ মানুষ৷ আফিম নেন ৩৩ লক্ষ৷ ৫ কোটি ৭০ লক্ষ গাঁজা-মদ্য সবই পান করেন৷ এরমধ্যে ৭২ লক্ষ গাঁজাসেবী ও ৭৭ লক্ষ আফিসসেবীর চিকিৎসার প্রয়োজন বলেও জানান মন্ত্রী৷ ২০১৮ সালে সমাজকল্যাণ মন্ত্রকের সমীক্ষা এই ফলাফল পাওয়া গিয়েছে বলেও জানান মন্ত্রী৷ ১০ থেকে ৭৫ বছরের মধ্যে ১ কোটি ১৮ লক্ষ লোক ঘুমের ওষুধ খান৷